Ridge Bangla

ইতিহাস গড়লেন নাদিন আইয়ুব, মিস ইউনিভার্সে প্রথমবার ফিলিস্তিনি প্রতিনিধি

দুবাইয়ে বসবাসরত ফিলিস্তিনি সুন্দরী নাদিন আইয়ুব আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্স ২০২৫-এ প্রথমবারের মতো ফিলিস্তিনের প্রতিনিধি হিসেবে অংশ নিয়ে ইতিহাস রচনা করেছেন।

সাবেক মিস আর্থ ২০২২-এর ফাইনালিস্ট নাদিন বুধবার (১৩ আগস্ট) ইনস্টাগ্রামে এই ঘোষণা দেন। তিনি লিখেছেন, “আমি গর্বিত যে এবারই প্রথম মিস ইউনিভার্স মঞ্চে ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করা হবে।” তিনি আরও বলেন, “আজ আমি শুধু একটি উপাধি নিয়ে নয়, একটি সত্যের কণ্ঠস্বর নিয়ে এই মঞ্চে উঠছি। যখন গাজাবাসী গভীর দুঃখে নিমজ্জিত, আমি সেই জনগণের কণ্ঠস্বর বহন করছি যারা নীরবতা মেনে নেয় না।”

নাদিনের লক্ষ্য এই প্রতিযোগিতায় এমন নারীদের এবং শিশুদের প্রতিনিধিত্ব করা, যাদের শক্তি ও কাহিনী সমগ্র বিশ্বের কাছে পৌঁছানো উচিত। তিনি বলেন, “আমরা কেবল আমাদের কষ্ট নয়, আমরা দৃঢ়তা, আশা এবং একটি স্বদেশের স্পন্দন নিয়ে বাঁচি।”

এর আগে নাদিন মিস আর্থ ২০২২-এ ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করেছিলেন এবং প্রথমবারের মতো সেরা পাঁচে জায়গা করে নিয়েছিলেন। দ্য ন্যাশনালকে দেওয়া এক সাক্ষাৎকারে নাদিন জানান, মিস ইউনিভার্সে অংশগ্রহণ তার সচেতন পদক্ষেপ, যার মাধ্যমে তিনি বিশ্ববাসীর সামনে ফিলিস্তিনিদের মানবিক অবস্থার সত্যি চিত্র তুলে ধরতে চান এবং প্রচলিত ভুল ধারণার বিরুদ্ধে দাঁড়াতে চান।

তিনি বলেন, “আমি চাই বিশ্ব জানুক ফিলিস্তিনি নারীরা শুধু দৃঢ় বা সুন্দর নয়, তারা নেতা, উদ্ভাবক এবং পরিবর্তনের অগ্রদূত।” মানবিক সংকটের কারণে প্রতিযোগিতায় অংশগ্রহণ কিছুটা বিলম্বিত হলেও নাদিন বলেন, এই সময়ই সবচেয়ে প্রাসঙ্গিক।

শেষে তিনি যোগ করেন, “আমি গর্বিত এই যাত্রায়। বিশেষ করে এই সময়ে, যখন ফিলিস্তিনের পক্ষে কথা বলার জন্য আমাদের সবাইকে একসঙ্গে দাঁড়াতে হবে।”

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন