Ridge Bangla

হাসনাত-সারজিসসহ এনসিপির ৫ নেতার কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ শীর্ষ নেতাকে দেওয়া কারণ দর্শানোর নোটিশ অবশেষে প্রত্যাহার করা হয়েছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তির দিনে কক্সবাজারে ব্যক্তিগত ভ্রমণে যাওয়ায় তাদের বিরুদ্ধে এই নোটিশ জারি হয়েছিল। শনিবার (১৬ আগস্ট) রাতে দলের যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৬ আগস্ট এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহকে পৃথক পাঁচটি কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছিল। পরবর্তীতে তারা নির্ধারিত সময়ের মধ্যে আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর লিখিত জবাব দাখিল করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তাদের জবাব বিশ্লেষণে প্রমাণিত হয়েছে যে, এ ঘটনায় দলীয় শৃঙ্খলার কোনো ধরনের ব্যত্যয় ঘটেনি। তাই আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে নোটিশগুলো প্রত্যাহার করে বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি করা হয়েছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট এই পাঁচ নেতা কক্সবাজারের একটি পাঁচ তারকা হোটেলে অবস্থান করলে গুঞ্জন ওঠে যে, তারা যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করছেন। খবরটি গণমাধ্যমে প্রকাশ পেলে হোটেলের সামনে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভও করেন। তবে পরে বিষয়টি গুজব বলে প্রমাণিত হয়।

ঘটনার পরদিনই এনসিপি নেতৃত্ব তাদের প্রত্যেককে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়ে ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে নির্দেশ দেয়। এনসিপি সূত্রে জানা গেছে, তারা সময়মতো জবাব জমা দিয়েছেন। এদিকে, দলের সাম্প্রতিক সাধারণ সভায় কক্সবাজার ভ্রমণ ইস্যু নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন