চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় এক আবাসিক মাদ্রাসায় দুই ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) রাতে রাধানগর ইউনিয়নের শেফালী বেগম মহিলা নুরানী হাফিজিয়া মাদ্রাসায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলো—লেবুডাঙ্গা গ্রামের তরিকুল ইসলামের মেয়ে তানিয়া (১২) ও বেগপুর গ্রামের সবুর আলীর মেয়ে জামিলা (১০)।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, রাতের খাবারের পর সবাই ঘুমিয়ে পড়লেও রাত দেড়টার দিকে তানিয়া ও জামিলা হঠাৎ অসুস্থ হয়ে যায় এবং বমি করতে শুরু করে। পরে উক্ত মাদ্রাসার শিক্ষিকা ও স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাদের দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
চিকিৎসক আলিম উদ্দিন জানান, তানিয়ার নাক দিয়ে রক্ত ঝরছিল এবং শরীরে আঘাতের মতো একটি চিহ্নও পাওয়া গেছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ হিসেবে সাপের কামড় বা বিষক্রিয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ইতিমধ্যে জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। মাদ্রাসা কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, বিষাক্ত সাপের কামড়ের ফলেই শিক্ষার্থী দুজনের মৃত্যু হয়ে থাকতে পারে।