Ridge Bangla

৩২ নম্বরে ফুল দিতে গিয়ে গ্রেপ্তার হওয়া রিকশাচালক আজিজুর রহমান জামিনে মুক্ত

ধানমণ্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিতে গিয়ে গণপিটুনির শিকার হয়ে পরে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া রিকশাচালক মো. আজিজুর রহমান অবশেষে জামিন পেয়েছেন। রোববার (১৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। আদালত জানায়, তার বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকায় কারামুক্তিতে আর কোনো বাধা নেই।

এদিন আসামিপক্ষে আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করলেও উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত জামিন মঞ্জুর করে।

উল্লেখ্য, গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে ধানমণ্ডির ৩২ নম্বরে ফুল দিতে গেলে স্থানীয়দের হাতে গণপিটুনির শিকার হন আজিজুর। পরে তাকে সেখান থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ১৬ আগস্ট তাকে গত বছরের জুলাই আন্দোলনের সময়কার একটি হত্যাচেষ্টা মামলার আসামি হিসেবে আদালতে হাজির করা হয়। মামলাটির তদন্ত চলমান থাকায় তাকে কারাগারে পাঠানোর আবেদন করেন ধানমণ্ডি থানার উপপরিদর্শক মোহাম্মদ তৌহিদুর রহমান। আদালত সে সময় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৩ সালের ৪ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানের সময় ধানমণ্ডি এলাকায় মিছিল নিয়ে যাচ্ছিলেন ভুক্তভোগী মো. আরিফুল ইসলাম। দুপুর আড়াইটার দিকে আসামিরা গুলি ও পেট্রোল বোমা নিক্ষেপ করে। গুলিবিদ্ধ হয়ে আরিফুল গুরুতর আহত হন এবং দীর্ঘ দুই মাস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সুস্থ হন। এ ঘটনায় চলতি বছরের ২ এপ্রিল ধানমণ্ডি থানায় তিনি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন