চট্টগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। সোমবার (১৮ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে নগরীর আকবর শাহ থানার সিটি গেইট এলাকায় মাছবোঝাই একটি পিকআপ ভ্যান ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, নিহতরা সবাই মাছ ব্যবসায়ী। তারা ফিশারি ঘাট থেকে মাছ সংগ্রহ করতে যাচ্ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়।
নিহতদের মধ্যে পরিচয় পাওয়া গেছে চারজনের—কালা দাশ (৩০), আকাশ দাশ (২৮), অজিত দাশ (৩০) এবং অপর একজন অজ্ঞাতপরিচয় যুবক (৩০)। আহতদের মধ্যে কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উপ-পরিচালক মো. আলমগীর হোসেন বলেন, সংঘর্ষ এতই ভয়াবহ ছিল যে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে সামনের সারিতে থাকা তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। পুলিশ জানিয়েছে, পিকআপ ভ্যানটিতে মোট ১০ জন যাত্রী ছিলেন। নিহত ও আহত সবাই একই এলাকার মাছ ব্যবসায়ী। নিহতদের মরদেহের সুরতহাল করা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
স্থানীয়রা জানান, ভোরে মহাসড়কে ট্রাক ও কাভার্ডভ্যানের গতি সাধারণত বেশি থাকে। ধারণা করা হচ্ছে, দ্রুতগামী যানবাহনের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মাছ ব্যবসায়ীসহ স্থানীয়রা সড়ক নিরাপত্তা জোরদার ও রাত-বিরাতে মহাসড়কে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।