বগুড়া শহরের ছোট কুমিড়ায় বারকি খাল থেকে ৬টি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। রোববার (১৭ আগস্ট) দুপুর ২টার দিকে এক যুবক মাছ ধরার সময় প্রথমে ৪টি গ্রেনেড দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে বিকেলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গ্রেনেডগুলোর সত্যতা যাচাই করে এবং বিষয়টি সেনাবাহিনীকে জানায়। সেনাবাহিনী এলাকা ঘিরে তল্লাশি চালিয়ে আরও ২টি গ্রেনেড উদ্ধার করে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ হাসান বাসির জানান, সেনাবাহিনীর বোম ডিস্পোজাল টিমের বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পৌঁছালে গ্রেনেডগুলোর বিস্তারিত যাচাই করা সম্ভব হবে। তারা এখনো নিশ্চিত নন, গ্রেনেডগুলো সক্রিয় কিনা। সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে বগুড়া ক্যান্টনমেন্টের ইঞ্জিনিয়ার্স কোরের বোম ডিস্পোজাল টিম ঘটনাস্থলে এসে পুরো এলাকা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। পরে আনুমানিক পৌনে ৮টার দিকে স্থানীয়দের নিরাপদ দূরত্বে সরিয়ে গ্রেনেডগুলোকে বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করা হয়।
প্রাথমিকভাবে জানা গেছে, গ্রেনেডগুলো খুব বেশি পুরাতন নয়। কারণ প্রতিটি গ্রেনেড বিস্ফোরিত হলে নতুন ও তাজা বিস্ফোরকের মতোই প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয় প্রশাসন ও সেনা সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত গ্রেনেডগুলো এলাকা এবং নাগরিকদের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। ঘটনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তি বা কোনো অপরাধমূলক উদ্দেশ্য থাকলে তারও তদন্ত করা হবে।