Ridge Bangla

সোহান-বিজয়কে ছাড়াই অঙ্কনের নেতৃত্বে দল ঘোষণা করল বিসিবি

অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলীয় শহর ডারউইনে টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ এ দল। সেই সফর শেষে ডারউইনেই অস্ট্রেলিয়ার রাজ্য দল সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে চার দিনের ম্যাচ খেলবে তারা। ২৮ আগস্ট শুরু হবে ম্যাচটি।

রোববার (১৭ আগস্ট) অস্ট্রেলিয়ায় চারদিনের ম্যাচের জন্য বাংলাদেশ এ দলের ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে নেতৃত্বে থাকছেন মাহিদুল ইসলাম অঙ্কন। স্কোয়াডে আছেন নাঈম হাসান, মাহমুদুল হাসান জয় ও পেসার হাসান মাহমুদ। তবে দলে জায়গা হয়নি নুরুল হাসান সোহান ও এনামুল হক বিজয়ের।

গত জাতীয় লিগে ৫৬৩ রান করে নজরকাড়া ইফতিখার হোসেন ইফতি প্রথমবার সুযোগ পেয়েছেন এ দলে। এই সফর দিয়ে চোট কাটিয়ে দীর্ঘদিন পর ক্রিকেটে ফিরবেন পেসার মুশফিক হাসান।

বাংলাদেশ এ দলের স্কোয়াড: মাহিদুল ইসলাম অঙ্কন (অধিনায়ক), সাইফ হাসান, ইফতেখার হোসেন ইফতি, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু, অমিত হাসান, ইয়াসির আলী চৌধুরি, রাকিবুল হাসান, নাঈম হাসান, হাসান মুরাদ, রিপন মণ্ডল, মুশফিক হাসান, আনামুল হক ও হাসান মাহমুদ।

আরো পড়ুন