Ridge Bangla

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের সর্বশেষ চিত্র জানালো বাংলাদেশ ব্যাংক

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের সর্বশেষ হিসাব প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার (১৭ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানান।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, ১৭ আগস্ট পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ হাজার ৮০৯ দশমিক ৯৬ মিলিয়ন মার্কিন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করলে রিজার্ভের পরিমাণ হয়েছে ২৫ হাজার ৮০৬ দশমিক ৮১ মিলিয়ন মার্কিন ডলার।

এর আগে গত ১৪ আগস্ট পর্যন্ত গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩০ হাজার ৮৩৫ দশমিক ২৫ মিলিয়ন মার্কিন ডলার, আর বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ২৫ হাজার ৮২৭ দশমিক ৩০ মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ চার দিনের ব্যবধানে গ্রস রিজার্ভ সামান্য কমেছে।

বাংলাদেশ ব্যাংকের ব্যাখ্যা অনুযায়ী, গ্রস রিজার্ভ বলতে দেশের মোট বৈদেশিক মুদ্রা সঞ্চয় বোঝানো হয়। তবে প্রকৃত বা নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের নির্ধারিত বিপিএম-৬ মডেল অনুসারে। এ পদ্ধতিতে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বাদ দিয়ে আসল রিজার্ভ হিসাব করা হয়।

এদিকে অর্থনীতিবিদদের মতে, রিজার্ভের এ ওঠানামা আমদানি ব্যয়, ঋণ পরিশোধ, বৈদেশিক সাহায্য ছাড় ও রেমিট্যান্স প্রবাহের সঙ্গে সরাসরি সম্পর্কিত। সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স প্রবাহ বাড়লেও বৈদেশিক ঋণ পরিশোধ এবং আমদানি ব্যয় মেটাতে রিজার্ভের উপর চাপ তৈরি হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বর্তমানে দেশের গ্রস রিজার্ভ ৩০.৮০ বিলিয়ন ডলার, আর আইএমএফের পরিমাপে প্রকৃত রিজার্ভ প্রায় ২৫.৮ বিলিয়ন ডলার।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন