ঢাকার কেরানীগঞ্জে টাকা লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে ছুরিকাঘাতে হাসান (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। রোববার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুসলিমনগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হাসান চকবাজারের একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। ঘটনার সময় কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথে কয়েকজন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে রাত সোয়া ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বন্ধু মো. রুবেল জানান, কিছুদিন আগে হাসান একই এলাকার বন্ধু আজাদের কাছ থেকে ২ হাজার টাকা ধার নেন। এর মধ্যে ১ হাজার টাকা পরিশোধ করলেও বাকি টাকা নিয়ে দুজনের মধ্যে মোবাইল ফোনে বাকবিতণ্ডা হয়। রোববার সন্ধ্যায় হাসান বাসায় ফেরার সময় আজাদ, কালু, পারভেজসহ কয়েকজন তার পথ রোধ করে। এরপর ধারালো অস্ত্র দিয়ে বুকে ও বাঁ পায়ে আঘাত করে তারা পালিয়ে যায়।
হাসানের বাবা মো. হালিম বলেন, “সন্ধ্যায় জানতে পারি, কয়েকজন যুবক হাসানকে ছুরিকাঘাত করেছে। দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে হাসপাতালে নিয়ে যাই। পরে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। হাসান মৃত্যুকালে স্ত্রী ও দুই কন্যাসন্তান রেখে গেছেন।