Ridge Bangla

‘জলের গান’-এর একক গানের আসর অনুষ্ঠিত

বাংলার শ্রোতাপ্রিয় ব্যান্ডদল ‘জলের গান’ আয়োজিত হলো একক গানের আসর। ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর’ শিরোনামে বিশেষ এই আয়োজন শনিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির ভিনটেজ কনভেনশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আয়োজনটির সহযোগী ছিল ক্যাফে ভিনটেজ। শুরু হওয়ার আগেই আসরের সব টিকিট বিক্রি শেষ হয়ে যায়।

আয়োজক সূত্রে জানা যায়, বর্ষার আবহ, বৃষ্টির সুর এবং হৃদয়ের আবেগকে কেন্দ্র করেই সাজানো হয়েছিল অনুষ্ঠানটি। প্রকৃতি, ভালোবাসা ও জীবনের নানা গল্পের ছোঁয়া ছিল প্রতিটি পরিবেশনায়। নতুন ও পুরনো জনপ্রিয় গান মিলিয়ে সাজানো গানের তালিকা শ্রোতাদের নিয়ে গেছে এক ভিন্ন আবেগঘন সঙ্গীতযাত্রায়।

‘জলের গান’ প্রতিষ্ঠার পর থেকে একের পর এক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছে ব্যান্ডটি। ‘বকুল ফুল’, ‘তোমার জন্য আকাশ ভরা তারা’, ‘এমন যদি হতো’সহ অনেক গান তাদের জনপ্রিয়তা এনে দিয়েছে। নিজেদের মৌলিক সুর, সহজ কথামালা ও ভিন্নধর্মী পরিবেশনার কারণে দলটি দ্রুত সঙ্গীতপ্রেমীদের হৃদয়ে জায়গা করে নেয়।

এ পর্যন্ত ‘জলের গান’ প্রকাশ করেছে তিনটি অ্যালবাম। প্রথম দুটি অ্যালবাম ‘অতল জলের গান’ ও ‘পাতালপুরের গান’ ব্যাপক প্রশংসা পায়। সর্বশেষ ২০১৯ সালে প্রকাশিত হয় তাদের তৃতীয় অ্যালবাম ‘নয়ন জলের গান’, যা ব্যান্ডটির ভক্তদের মধ্যে বিশেষ সাড়া ফেলে।

শিল্পকলা, প্রকৃতি ও জীবনের গল্পকে গানে গানে ফুটিয়ে তোলা ‘জলের গান’-এর এবারের আয়োজনও ছিল সেই ধারাবাহিকতারই অংশ। শ্রোতাদের উচ্ছ্বাস আর টিকিট বিক্রির আগ্রহই প্রমাণ করে, ব্যান্ডটির গান এখনো সঙ্গীতপ্রেমীদের মনে একইভাবে আবেদন তৈরি করে যাচ্ছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন