আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। রোববার (১৭ আগস্ট) থেকে শুরু করে পরবর্তী চার দিনের জন্য এই পূর্বাভাস দেওয়া হয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা কিছুটা কমে আসবে, কিন্তু রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
আবহওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য এলাকায় সোমবার (১৮ আগস্ট) নাগাদ একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা বাড়াবে। এর আগে ১৩ আগস্ট সাগরে একটি লঘুচাপ তৈরি হয়েছিল, যার কিছুটা প্রভাব ইতিমধ্যেই দেশে পড়েছে।
তিনি আরও বলেন, মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আগামী সোমবারের মধ্যে লঘুচাপের প্রভাবে উত্তরপশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে বৃষ্টিপাতের পরিস্থিতি আরও তীব্র হতে পারে। আবহাওয়া বিভাগ সতর্ক করেছে, দেশের বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে জলাবদ্ধতা ও বজ্রাঘাতের সম্ভাবনা রয়েছে। এ কারণে সাধারণ মানুষকে সতর্ক থাকার এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।