Ridge Bangla

ট্রাম্পের প্রস্তাব ফিরিয়ে দিলেন টম ক্রুজ

হলিউডের কিংবদন্তি অভিনেতা টম ক্রুজ আবারও আলোচনার কেন্দ্রে। তবে এবার কারণ তার অভিনয় বা রোমাঞ্চকর স্ট্যান্ট নয়, বরং এক বিশেষ সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া কেনেডি সেন্টার সম্মাননা গ্রহণ না করার ঘোষণা দিয়েছেন এই ‘মিশন ইম্পসিবল’ খ্যাত তারকা।

মার্কিন গণমাধ্যম সূত্রে জানা গেছে, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রথমবারের মতো যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে টম ক্রুজের নামও ছিল। কিন্তু শেষ পর্যন্ত সময়সূচি না মেলায় তিনি প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন। যদিও তার এই সিদ্ধান্তকে ঘিরে ইতোমধ্যে হলিউডে জোর আলোচনা শুরু হয়েছে।

গত ১৩ আগস্ট প্রেসিডেন্ট ট্রাম্প ৪৮তম কেনেডি সেন্টার সম্মাননা প্রাপকদের তালিকা প্রকাশ করেন। সেখানে নাম রয়েছে একাধিক তারকার—গ্ল্যাম মেটাল ব্যান্ড ‘কিস’, ব্রডওয়ে তারকা মাইকেল ক্রফোর্ড, কান্ট্রি মিউজিকের কিংবদন্তি জর্জ স্ট্রেইট, গায়িকা গ্লোরিয়া গেনর। চলচ্চিত্রের বিভাগে আছেন সিলভেস্টার স্ট্যালোন, মেল গিবসন ও জন ভয়েট।

টম ক্রুজ এই প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় ও সফল অভিনেতাদের একজন। তিন দশকেরও বেশি সময় ধরে তিনি বিশ্ব সিনেমার শীর্ষে অবস্থান করছেন। বক্স অফিসে তার দাপট, ঝুঁকিপূর্ণ স্ট্যান্ট আর বৈচিত্র্যময় চরিত্র তাকে বিশ্বজুড়ে কোটি ভক্তের হৃদয়ে স্থান করে দিয়েছে।

এদিকে এবারের কেনেডি সেন্টার সম্মাননার আয়োজনটি ট্রাম্প নিজেই ব্যক্তিগতভাবে সঞ্চালনা করবেন বলে জানানো হয়েছে। ফলে টম ক্রুজের প্রস্তাব ফিরিয়ে দেওয়া সিদ্ধান্তটিকে অনেকে রাজনৈতিক ইঙ্গিত হিসেবেও দেখছেন। তবে এ বিষয়ে অভিনেতা নিজে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১০

আরো পড়ুন