টালিউডের জনপ্রিয় নায়ক জিৎ এবার হাজির হচ্ছেন ঐতিহাসিক চরিত্রে। মুক্তিযুদ্ধের সময়ের বীরকাহিনী ও বিতর্কিত জীবন নিয়ে নির্মিত হচ্ছে ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ শিরোনামের ছবি, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করবেন তিনি। সিনেমাটির পরিচালনার দায়িত্বে আছেন পথিকৃৎ বসু, আর সংগীত পরিচালনা করবেন প্রখ্যাত সুরকার শান্তনু মৈত্র।
দুই বছর পর বাংলা সিনেমায় ফের সুরের ছোঁয়া দিতে যাচ্ছেন শান্তনু। এর আগে দেব অভিনীত ‘প্রধান’ সিনেমায় তার সুর ব্যাপক প্রশংসা পেয়েছিল। এবার জিতের সঙ্গে প্রথমবার কাজ করতে যাচ্ছেন তিনি। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে শান্তনু বলেন, “অনন্ত সিংয়ের জীবনী পড়েই আমি মুগ্ধ হয়েছি। স্বাধীনতা সংগ্রামী থেকে শুরু করে ব্যাংক ডাকাতি, এমনকি চলচ্চিত্র প্রযোজক হয়ে ওঠা তার যাত্রা সত্যিই রোমাঞ্চকর।”
পরিচালক পথিকৃৎ বসুও সমান উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “শান্তনু মৈত্রর সংগীত আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে। তার সঙ্গে এই সিনেমায় কাজ করার সুযোগ পেয়ে আমি ভীষণ আনন্দিত।”
চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম নায়ক ছিলেন অনন্ত সিং। মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে তিনি ধীরে ধীরে স্বাধীনতা সংগ্রামে জড়িয়ে পড়েন। সিনেমাটিতে সেই সংগ্রাম, তার দ্বন্দ্ব ও বিতর্কিত জীবনের নানা অধ্যায়ই উঠে আসবে।
এবার দীর্ঘদিন পর জিৎ নিজের প্রযোজনা সংস্থার বাইরে অন্য প্রযোজনায় কাজ করছেন। ছবিটি প্রযোজনা করছে নন্দী মুভিজ, প্রদীপ কুমার নন্দীর পরিবেশনায়। যদিও ছবিতে জিতের নায়িকা কে হচ্ছেন তা এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি, তবে টালিপাড়ায় গুঞ্জন উঠেছে তার বিপরীতে দেখা যেতে পারে বর্ষীয়ান অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে।