বলিউড বা দক্ষিণী তারকার পূজার খবর প্রায়ই শোনা যায়। কখনও মাধুরী দীক্ষিত কিংবা হেমা মালিনীর ছবি দিয়ে শ্রদ্ধা, আবার কোথাও অমিতাভ বচ্চন কিংবা রজনীকান্তের নামে মন্দির গড়ে ভক্তদের আবেগ প্রকাশ। এবার সেই অনুরাগের ঝড় বইল টালিউডের জনপ্রিয় নায়িকা শুভশ্রী গাঙ্গুলীর জন্য।
সম্প্রতি মুক্তি পেয়েছে তার নতুন ছবি ‘ধূমকেতু’। আর সেই ছবিকে কেন্দ্র করেই পশ্চিমবঙ্গের বিনোদিনী থিয়েটারের সামনে দেখা গেল ভক্তদের এক অভিনব আয়োজন। বিশাল পোস্টারে দুধ ঢেলে শুভশ্রীকে পূজা করলেন অনুরাগীরা। কোথাও আবার তার ছবি আর ব্যানার ঢেকে দেওয়া হলো ফুলে ফুলে। চারদিকে একটাই স্লোগান ধ্বনিত হচ্ছিল—“জয় মা শুভশ্রী!”
টানা কয়েক বছর ধরে শুভশ্রী অভিনয় করেছেন নানা ধাঁচের ছকভাঙা চরিত্রে। নিজের অভিনয় দক্ষতায় বারবার প্রমাণ করেছেন, তিনি কেবল বাণিজ্যিক ছবির নায়িকা নন, বরং বহুমাত্রিক চরিত্রে সমান দক্ষ। তার সামনেই রয়েছে একাধিক বড় বাজেটের প্রজেক্ট। সৃজিত মুখার্জির ‘লহ গৌরাঙ্গের নাম রে’ এবং ‘রায়বাঘিনী ভবশঙ্করী’ দুটোই পিরিয়ড ড্রামা, যেখানে নতুন রূপে দেখা যাবে শুভশ্রীকে।
‘পরিণীতা’ ছবির পর থেকেই তার অভিনয়যাত্রায় নতুন মাত্রা যোগ হয়। কখনও ডিগ্ল্যাম চরিত্র, কখনও বৃদ্ধার ভূমিকায় হাজির হয়ে দর্শককে বিস্মিত করেছেন তিনি। প্রতিটি চরিত্রে নিজেকে ভেঙে নতুনভাবে গড়ে তুলেছেন এই লেডি সুপারস্টার।
আর সেই কারণেই শুভশ্রী ভক্তদের কাছে শুধু একজন অভিনেত্রী নন, হয়ে উঠেছেন এক দেবীস্বরূপ প্রতীক। তার নতুন ছবিকে ঘিরে দর্শকদের আবেগপূর্ণ এই আয়োজন প্রমাণ করে টালিউডে শুভশ্রী এখন এক অন্য উচ্চতায় পৌঁছে গেছেন।