Ridge Bangla

চুম্বন দৃশ্যের অস্বস্তিকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী সোফি টার্নার

‘গেম অব থ্রোনস’ তারকা সোফি টার্নার জানিয়েছেন, নতুন গথিক হরর সিনেমা দ্য ড্রেডফুল-এ সহ-অভিনেতা কিট হ্যারিংটনের সঙ্গে চুম্বনের দৃশ্য ছিল তার জীবনের অন্যতম অস্বস্তিকর অভিজ্ঞতা। সম্প্রতি মার্কিন টকশো লেট নাইট উইথ সেথ মায়ার্স-এ অংশ নিয়ে তিনি এ অভিজ্ঞতার কথা শেয়ার করেন।

সোফি বলেন, সিনেমাটির প্রযোজক ও প্রধান অভিনেত্রী হিসেবে কিটের নাম তিনিই প্রস্তাব করেছিলেন। তাঁর মতে, কিটই ছিলেন চরিত্রের জন্য নিখুঁত পছন্দ। তবে সমস্যার সূত্রপাত হয় চিত্রনাট্যে চুম্বন ও অন্তরঙ্গ দৃশ্যের উল্লেখ দেখে। কারণ, টানা আট মৌসুম ধরে দু’জন অভিনয় করেছেন ভাইবোন—সানসা স্টার্ক ও জন স্নো চরিত্রে। সে কারণে তাদের মধ্যে এখনও ভাইবোনসুলভ সম্পর্ক রয়ে গেছে।

কিটও বিষয়টি নিয়ে অস্বস্তি প্রকাশ করেছিলেন। স্ক্রিপ্ট হাতে পেয়েই তিনি সোফিকে মেসেজ করে লিখেছিলেন, “আমি করব, তবে ব্যাপারটা খুব অদ্ভুত হবে।” সেটে প্রথম চুম্বনের দৃশ্যে দুজনেই বিব্রত হয়ে পড়েন। সোফির ভাষায়, “আমাদের দুজনেরই বমি পাচ্ছিল। সত্যিই ভীষণ বীভৎস অভিজ্ঞতা।”

১৫শ শতকের প্রেক্ষাপটে নির্মিত দ্য ড্রেডফুল ছবিতে অ্যান (সোফি) ও তার শাশুড়ি মোরউইনের জীবনে পুরনো এক পরিচিত ব্যক্তি ফিরে আসার পর ঘটে নানা জটিলতা। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মার্সিয়া গে হার্ডেন, লরেন্স ও’ফুয়ারাইন ও জোনাথন হাওয়ার্ড। ছবিটির মুক্তির তারিখ এখনো ঘোষণা হয়নি।

অন্যদিকে, সম্প্রতি সোফি আরেক মজার ঘটনা জানান। তার দাবি, সান ডিয়েগো কমিক-কনে এক পার্টিতে এক অভিনেতাকে দূর থেকে শুধু হাত নাড়ানোর কারণে অনিচ্ছাকৃতভাবেই এক তারকা জুটির বাগদান ভেঙে যায়! তবে ওই রহস্যময় জুটির নাম প্রকাশ করেননি তিনি, কারণ এতে তিনি “বিপদে পড়তে পারেন”।

আরো পড়ুন