Ridge Bangla

হঠাৎ অসুস্থ সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী

কক্সবাজার সফরে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। শনিবার (১৬ আগস্ট) রাত ৮টার দিকে হোটেল ওশান প্যারাডাইসে অবস্থানকালে তিনি বুকে ব্যথা অনুভব করলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন। প্রাথমিক চিকিৎসার পর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে রাত সাড়ে ১০টার দিকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) ইমরান হোসাইন সজীব গণমাধ্যমকে জানান, ফারুকী ১৫ আগস্ট পাঁচ দিনের সফরে কক্সবাজারে এসেছিলেন। তার ১৯ আগস্ট মঙ্গলবার ফিরে যাওয়ার কথা ছিল। সফরের অংশ হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে দ্রুত ঢাকায় পাঠানো হয়।

চিকিৎসকের বরাত দিয়ে তিনি আরও জানান, ফারুকী উচ্চ রক্তচাপে ভুগছিলেন এবং বুকে ব্যথা অনুভব করেছিলেন। যদিও পরিস্থিতি গুরুতর নয়, তবুও ঝুঁকি এড়াতে তার পরামর্শেই সফরসূচি সংক্ষিপ্ত করা হয়। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন।

সফরসূচি অনুযায়ী, রোববার তার অংশ নেওয়ার কথা ছিল ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর কিউরেশন’-সংক্রান্ত কর্মশালায়। এছাড়া সোমবার কক্সবাজারকে সম্ভাব্য সাংস্কৃতিক হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেওয়ার কথা ছিল। হঠাৎ এই অসুস্থতায় কর্মসূচিগুলো স্থগিত করা হয়েছে। সংস্কৃতিবিষয়ক মহলে ফারুকীর দ্রুত সুস্থতা কামনা করা হচ্ছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন