Ridge Bangla

আজ গিটারের জাদুকর আইয়ুব বাচ্চুর জন্মদিন

বাংলাদেশের ব্যান্ডসংগীতের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম আইয়ুব বাচ্চু। গিটার জাদুকর হিসেবে খ্যাত এই কিংবদন্তি শিল্পী ১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। ২০১৮ সালের ১৮ অক্টোবর তিনি মারা যান। জীবিত থাকলে আজ তিনি ৬৩ বছরে পা রাখতেন।

আইয়ুব বাচ্চু ব্যান্ড এলআরবি গড়ে তোলেন নব্বইয়ের দশকে, যা দেশের ব্যান্ডসংগীতে নতুন ধারা সৃষ্টি করে। তার কণ্ঠে গাওয়া অসংখ্য গান আজও শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যায়। এর মধ্যে ‘ফেরারি মন’, ‘চলো বদলে যাই’, ‘এখন অনেক রাত’, ‘কষ্ট পেতে ভালোবাসি’, ‘রূপালী গিটার’ ও ‘আমি বারো মাস তোমায় ভালোবাসি’ বিশেষভাবে জনপ্রিয় এবং প্রজন্মের পর প্রজন্মকে উজ্জীবিত করে চলেছে।

একক শিল্পী হিসেবেও তিনি পেয়েছিলেন বিপুল সাফল্য। তার প্রথম দিককার অ্যালবাম রক্তগোলাপ এবং ময়না তাকে অন্য উচ্চতায় নিয়ে যায়। অন্যদিকে এলআরবির ১৯৯২ সালের ডাবল অ্যালবাম এলআরবি ১এলআরবি ২ এবং ১৯৯৩ সালের সুখ সংগীতপ্রেমীদের কাছে এখনও কালজয়ী সৃষ্টি হিসেবে বিবেচিত।

গায়ক, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আইয়ুব বাচ্চু ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি শুধু একজন তারকা ছিলেন না, সাধারণ মানুষের কাছেও ছিলেন আপনজনের মতো। তার সহজ-সরল জীবনধারা এবং মানবিকতা তাকে অন্যরকম উচ্চতায় নিয়ে গিয়েছিল।

জীবনের শেষদিন পর্যন্ত তিনি স্বপ্ন দেখেছিলেন একজন ভালো মানুষ হয়ে থাকার। আজও তার রেখে যাওয়া সুর, গান ও সেই বিখ্যাত রূপালী গিটার কোটি কোটি ভক্তের কাছে অমূল্য অনুপ্রেরণা আর স্মৃতির ভাণ্ডার হয়ে আছে। তার জন্মদিনে সংগীতপ্রেমীরা আবারও শ্রদ্ধাভরে স্মরণ করছেন এই কিংবদন্তিকে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন