Ridge Bangla

কুয়েতে ভিক্ষাবৃত্তির অপরাধে ১৪ প্রবাসী নারী আটক

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে ভিক্ষাবৃত্তির অভিযোগে ১৪ জন প্রবাসী নারীকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। আটককৃতদের মধ্যে বাংলাদেশি ২ জন, জর্ডানিয়ান ৭, ভারতীয় ৩, শ্রীলঙ্কান ১ ও সিরিয়ান ১ জন রয়েছেন। এ অভিযান পরিচালনা করেছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গত শনিবার (১৬ আগস্ট)। আটককৃতদের পরিচয় প্রকাশ করে জাতীয় সংবাদমাধ্যমে ভিক্ষাবৃত্তির বিষয়টি জানানো হয়েছে।

সংবাদমাধ্যম দ্য টাইমস জানিয়েছে, কুয়েতের প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহদ ইউসুফের নির্দেশে এবং জাতীয়তা ও আবাসিক খাতের প্রধানের তত্ত্বাবধানে দেশজুড়ে নিরাপত্তা অভিযান জোরদার করা হয়েছে। অভিযান মূলত আবাসিক ও শ্রম আইন প্রয়োগ এবং নেতিবাচক আচরণ রোধে পরিচালিত হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে পারিবারিক যোগদান আইনের ধারা ২২ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে, যা লঙ্ঘনকারী ও স্পনসর উভয়কেই নির্বাসন বাধ্যতামূলক করে।

কুয়েতের কর্তৃপক্ষ মনে করছে, সংবাদমাধ্যমে ছবি ও পরিচয় প্রকাশ করলে ভিক্ষাবৃত্তির প্রবণতা অনেকটা কমে যাবে। ধরা পড়লে গণমাধ্যমে প্রকাশ হওয়ায় অনেকে ভবিষ্যতে এ ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকবেন। আইন অনুযায়ী কুয়েতে ভিক্ষাবৃত্তি সম্পূর্ণ নিষিদ্ধ, এবং অপরাধে অভিযুক্ত ব্যক্তি ছাড়াও তার পৃষ্ঠপোষকের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হয়। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সমাজের জন্য ক্ষতিকর এই ধরনের অপরাধ দমন ও আইনের শাসন নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন