Ridge Bangla

হজ ও ওমরাহ পালন সহজ ও সাশ্রয়ী করতে উদ্যোগ অব্যাহত থাকবে: বিমান সচিব

হজ ও ওমরাহ পালনকে আরও সহজ ও সাশ্রয়ী করতে সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান।

১৭ আগস্ট রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় পর্যায়ের ‘হজ ও ওমরাহ মেলা ২০২৫’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সচিব নাসরীন জাহান জানান, গত বছরের হজ ব্যবস্থাপনা ছিল অত্যন্ত সন্তোষজনক। সে সময় হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া ৩০ হাজার টাকা হ্রাস করা হয়েছিল। এ বছরও হজযাত্রী পরিবহনে যুক্ত অন্যান্য এয়ারলাইন্সের সঙ্গে আলোচনা করে আরও সাশ্রয়ী ভাড়া নির্ধারণের উদ্যোগ নেওয়া হবে।

তবে শুধু বিমান ভাড়া কমালেই হজ খরচ উল্লেখযোগ্যভাবে কমে যাবে এমন নয় বলে তিনি উল্লেখ করেন। হজের মোট খরচের চার-পাঁচটি ভিন্ন খাত রয়েছে, সেগুলোও বিবেচনায় নেওয়া জরুরি। একইসঙ্গে তিনি হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে হজ এজেন্সিগুলোর প্রতি বিশেষভাবে মনোযোগী হওয়ার আহ্বান জানান।

হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মু. আ. আউয়াল হাওলাদার, যুগ্মসচিব (হজ) ড. মো. মঞ্জুরুল হক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (বিপণন) আশরাফুল আলম, হাব-এর মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার এবং শাহজালাল ইসলামি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার। পরবর্তীতে প্রধান অতিথি হজ ও ওমরাহ মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ক্রেস্ট তুলে দেন।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন