লক্ষ্মীপুরে পাওনা টাকা চাওয়ায় ডেকে নিয়ে ইউসুফ হোসাইন (৩৫) নামে এক রংমিস্ত্রিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার ছয় দিন পর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ইউসুফ হোসাইন লক্ষ্মীপুর পৌরসভার রাজিবপুর এলাকার বাসিন্দা। তিনি পেশায় রংমিস্ত্রি ছিলেন। গতকাল শুক্রবার (১২ এপ্রিল) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
সন্ধ্যায় ইউসুফের স্ত্রী রুমা আক্তার তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। স্বামীর মৃত্যুতে তিন মাসের সন্তানকে কোলে নিয়ে, পাশে ছেলে রোহান ও মেয়ে মুনতাহাকে নিয়ে শোকে ভেঙে পড়েন তিনি। জানা গেছে, গত ৫ এপ্রিল সকালে রাজিবপুর এলাকায় ঘুম থেকে ডেকে নিয়ে ইউসুফের পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। এরপর তাকে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। ঘটনার পর থেকে অভিযুক্ত হারুনুর রশিদ পলাতক রয়েছেন।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ জানান, মোবাইল ফোনে ঘটনার বিষয়টি তাকে জানানো হয়েছে। তবে এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।