Ridge Bangla

পিএসএলে রিশাদ হোসেনের অভিষেকেই লাহোর কালান্দার্সের জয়

অবশেষে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অভিষেক হলো বাংলাদেশের তরুণ লেগস্পিনার রিশাদ হোসেনের। দ্বিতীয় ম্যাচেই সুযোগ পেয়েই নিজেকে প্রমাণ করলেন তিনি। রাওয়ালপিন্ডিতে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে অভিষেক ম্যাচে ৩ উইকেট শিকার করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন রিশাদ।

প্রথম ম্যাচে একাদশে সুযোগ না পেলেও, লাহোর কালান্দার্সের হয়ে দ্বিতীয় ম্যাচে জায়গা পান তিনি। অধিনায়ক শাহীন শাহ আফ্রিদির হাত থেকে অভিষেক টুপি গ্রহণ করেন রিশাদ। ম্যাচটিতে লাহোর কালান্দার্স ৭৯ রানে জয় পায়, যা ছিল চলতি মৌসুমে তাদের প্রথম জয়।

ব্যাটিংয়েও সংক্ষিপ্ত ভূমিকা রাখেন রিশাদ। শেষ ওভারে চতুর্থ বলে এসে ১ বল খেলে ১ রান করেন তিনি। এর আগে ফখর জামান ও স্যাম বিলিংসের দুর্দান্ত ব্যাটিংয়ে লাহোর কালান্দার্স স্কোরবোর্ডে তোলে ৬ উইকেটে ২১৯ রান। ফখর করেন ৩৯ বলে ৬৭, আর বিলিংস ১৯ বলে অপরাজিত ৫০ রান করেন। কোয়েটা গ্ল্যাডিয়েটর্স গুটিয়ে যায় ১৬.২ ওভারে ১৪০ রানে। রিশাদ ৪ ওভারে ৩১ রান দিয়ে নেন ৩টি উইকেট।

বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে এটাই রিশাদের দ্বিতীয় অভিজ্ঞতা। এর আগে তিনি কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে টরন্টো ন্যাশনালসের হয়ে খেলেন এবং জিম-আফ্রো টি-টেন লিগেও অংশ নেন। বাংলাদেশের ঘরোয়া লিগে রংপুর রাইডার্সের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করায় তাকে দলে নেয় লাহোর কালান্দার্স।

উল্লেখ্য, এবারের পিএসএল ড্রাফট থেকে রিশাদ ছাড়াও দল পেয়েছেন লিটন দাস ও নাহিদ রানা। করাচি কিংসে খেলার কথা ছিল টাইগার ওপেনার লিটনের, কিন্তু চোটের কারণে তিনি টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই দেশে ফিরে আসেন। অন্যদিকে, তরুণ পেসার নাহিদ রানা পেশওয়ার জালমিতে যোগ দেবেন জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ শেষ করে।

আরো পড়ুন