Ridge Bangla

বাগদান ভাঙার কষ্টে এখনও ওষুধ খাচ্ছেন নুসরাত ফারিয়া

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া তার গ্ল্যামার, মেধা ও অভিনয়শৈলীর জন্য দুই বাংলার দর্শকের কাছে সমানভাবে জনপ্রিয়। অভিনয়ের পাশাপাশি তিনি গানে দক্ষতা দেখিয়েছেন। তবে ব্যক্তিগত জীবনে এক বড় ধাক্কা তাকে দীর্ঘদিন মানসিক চাপে রেখেছে।

২০২০ সালের মার্চে ফারিয়ার বাগদান সম্পন্ন হয় রনি রিয়াদ রশিদের সঙ্গে। বাগদানের সময় পরিকল্পনা ছিল, একই বছরের ডিসেম্বরেই হবে জমকালো বিয়ে। কিন্তু সেই প্রতিশ্রুত বিয়ে আর হয়নি। প্রায় তিন বছর পর তাদের সম্পর্ক বিচ্ছেদের দিকে যায়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ফারিয়া খোলাখুলি জানান, প্রায় চার বছর ধরে বিচ্ছেদের বিষয়টি প্রকাশ করতে দ্বিধায় ছিলেন তিনি। ফারিয়া বলেন, “রনি জানতে চেয়েছিল আমরা একসঙ্গে থাকতে চাই কি না, কিন্তু আমাদের সম্পর্কের কোনো ভবিষ্যৎ ছিল না। আমি থাকতে চাইনি।”

তিনি বাগদান ভাঙাকে জীবনের অন্যতম বড় সিদ্ধান্ত বলে উল্লেখ করেন। তার ভাষায়, “মা-বাবা আর রনি—এই ছিল আমার পৃথিবী। ওঁকে ছাড়া আর কিছু ভাবতে পারতাম না। ছোটবেলা থেকে আমাদের সম্পর্ক, একসঙ্গে থাকা, একসাথে সময় কাটানো—এসব অভ্যাসে বদলে গিয়েছিল। রনির সঙ্গে বিচ্ছেদ নেওয়া আমার জন্য খুব বড় বিষয় ছিল।”

অভিনেত্রী আরও জানান, বছর দুয়েক আগে বিচ্ছেদ হলেও সেই কষ্ট কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। মানসিক অবসাদের কারণে তিন মাস কাজ বন্ধ রাখতে হয়েছিল তাকে। এখনও অবসাদ কমাতে নিয়মিত ওষুধ খেতে হচ্ছে। ধীরে ধীরে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন তিনি।

প্রসঙ্গত, গেল ১৮ মে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে ২০ মে তিনি কারামুক্ত হন। ব্যক্তিগত জীবনের সংকট ও মানসিক প্রতিকূলতার মধ্যেও আলোচনায় রয়েছেন তিনি।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন