Ridge Bangla

বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দিয়েছে। তবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক চিঠি বা ই-মেইল দেওয়া হয়নি।

কূটনৈতিক সূত্র জানায়, নির্দেশটি পাঠানো হয়নি লিখিতভাবে। বরং টেলিফোনের মাধ্যমে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে বিষয়টি জানানো হয়েছে। পরে তারা নিজ দায়িত্বে অন্যান্য মিশনকে এ বার্তা পৌঁছে দিতে নির্দেশ পেয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, নির্দেশটি মূলত দক্ষিণ এশিয়া, এশিয়া প্যাসিফিক, আফ্রিকা ও ইউরোপের মিশনগুলোতে প্রযোজ্য। তবে এখনও অনেক মিশন আনুষ্ঠানিকভাবে এটি পাননি। অন্তত দুটি মিশনের প্রধান নিশ্চিত করেছেন, তারা সরকারের কাছ থেকে নির্দেশটি পেয়েছেন।

বিদেশে বাংলাদেশ মিশনে কর্মরত একজন জ্যেষ্ঠ কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, “ঢাকা থেকে ফোনে জানানো হয়েছে রাষ্ট্রপতির ছবি সরাতে হবে। লিখিত কোনো নোটিশ আসেনি। তবে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে অন্যান্য মিশনেও বিষয়টি জানানো ও তদারকি করার।”

অন্য একজন কূটনীতিক জানিয়েছেন, তাদের অঞ্চলে দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত সরাসরি নির্দেশ দিয়েছেন। এছাড়া কাছাকাছি আরেকটি মিশনের মাধ্যমে বার্তাটি তাদেরও পৌঁছেছে। এখন পর্যন্ত পরিষ্কার নয়, এই নির্দেশের পেছনের নীতি বা কারণ কী। সূত্রের দাবি, এটি রাজনীতি বা প্রশাসনিক কোনো সিদ্ধান্তের অংশ হতে পারে। তবে নিশ্চিতভাবে বলা গেছে, আগামী দিনগুলোতে সব কূটনৈতিক মিশনকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ কার্যকর করতে হবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের তদারকিও নিশ্চিত করতে হবে।

আরো পড়ুন