Ridge Bangla

লস অ্যাঞ্জেলেস ছাড়ছেন জোলি, যুক্তরাজ্যে স্থায়ী হওয়ার প্রস্তুতি

হলিউডের সুপরিচিত অভিনেত্রী ও চলচ্চিত্র নির্মাতা অ্যাঞ্জেলিনা জোলি যুক্তরাজ্যের কটসওল্ডসে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা করছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুনরায় ক্ষমতায় আসার প্রেক্ষাপটে জোলি যুক্তরাষ্ট্র ছাড়ার বিষয়টি ভাবছেন বলে জানিয়েছে আমেরিকার বিনোদন মাধ্যম পিপল

‘ম্যালেফিসেন্ট’, ‘দ্য ট্যুরিস্ট’ ও ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ সহ বেশ কয়েকটি জনপ্রিয় ছবির মাধ্যমে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করা জোলি বর্তমানে লস অ্যাঞ্জেলেসে বসবাস করছেন। তবে দীর্ঘদিন ধরে তিনি কখনোই এলএ-তে স্থায়ীভাবে থাকতে আগ্রহী ছিলেন না। প্রাক্তন স্বামী ব্র্যাড পিটের সঙ্গে সন্তানের অভিভাবকত্ব সংক্রান্ত চুক্তির কারণে এতদিন শহর ছাড়তে পারেননি।

পিপল জানায়, ৫০ বছর বয়সী এই তারকা ইতোমধ্যেই বিদেশে স্থায়ীভাবে বসবাসের সম্ভাব্য জায়গাগুলো যাচাই করছেন। এ প্রক্রিয়ার অংশ হিসেবে তিনি তার লস অ্যাঞ্জেলেসের বাড়ি বিক্রির প্রস্তুতিও নিচ্ছেন। সম্ভাব্য স্থানের তালিকায় কটসওল্ডস অন্যতম।

যদি জোলি কটসওল্ডসে যান, তাহলে তিনি অনুসরণ করবেন অন্য একজন বিখ্যাত আমেরিকান তারকার পথ। গত বছর কটসওল্ডসের অক্সফোর্ডশায়ারে বসতি গড়েছেন প্রখ্যাত টক শো হোস্ট এলেন ডিজেনেরেস এবং তার স্ত্রী, অভিনেত্রী পোরশিয়া ডি রসি।

অভিনেত্রী জোলির এই পরিকল্পনা প্রকাশ্যে আসার পর তার ভক্ত ও আন্তর্জাতিক গণমাধ্যমের মধ্যে বিষয়টি নিয়ে তুমুল আগ্রহ তৈরি হয়েছে। যুক্তরাজ্যে নতুন জীবন শুরু করা, কটসওল্ডসের প্রাকৃতিক পরিবেশে শান্তিপূর্ণ জীবনযাপন এবং সন্তানের সঙ্গে সময় কাটানোর সুযোগ জোলিকে বিদেশে স্থায়ী হওয়ার পথে উৎসাহিত করছে। এই পদক্ষেপে জোলি শুধু নিজের নিরাপত্তা ও ব্যক্তিগত স্বাধীনতা নিশ্চিত করবেন না, বরং তার সন্তানদের জন্যও একটি স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করতে পারবেন বলে ধারণা করা হচ্ছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন