রাজশাহীতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, বিস্ফোরক ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। শনিবার (১৬ আগস্ট) সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোররাতে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন দরিখরবোনা এলাকায় দীর্ঘ এক মাসের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। রাত প্রায় ১টা ৩০ মিনিটে শুরু হওয়া অভিযানে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক সংশ্লিষ্ট কার্যকলাপে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়।
আটকরা হলেন, মোন্তাসেরুল আলম আনিন্দো, মো. রবিন এবং মো. ফয়সাল। আইএসপিআর জানায়, অভিযানে দুটি বিদেশি রিভলবার ও গুলি, একটি এয়ারগান, ছয়টি দেশীয় অস্ত্র, সামরিক মানের দূরবীন ও অপটিক্যাল স্কোপ, বিদেশি ধারালো ডেগার, উন্নত ওয়াকিটকি সেট, জিপিএস, টিজার গান, দেশি-বিদেশি কার্টিজ, বিপুলসংখ্যক অব্যবহৃত সিমকার্ড, বিস্ফোরক তৈরির উপকরণ, একাধিক কম্পিউটার, নগদ অর্থ, দেশি-বিদেশি মদ এবং বিস্ফোরণে ব্যবহারের উপযোগী নাইট্রোজেন কার্টিজ উদ্ধার করা হয়। এসব কার্টিজ বোম্ব ডিসপোজাল ইউনিট নিষ্ক্রিয় করবে। এ ছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ সরঞ্জামও জব্দ করা হয়েছে, যা সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহারের আশঙ্কা ছিল।
আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে এবং সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো বিস্তারিত তদন্তে নেমেছে। আইএসপিআর আরও জানিয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী দেশের শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। অবৈধ অস্ত্র, বিস্ফোরক ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।