যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সাথে আলোচনার পর একমত হয়েছেন যে চলমান সংঘাতের ক্ষেত্রে যুদ্ধবিরতির চেয়ে শান্তি চুক্তিই হবে উত্তম সমাধান। শনিবার (১৬ আগস্ট) আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে উচ্চপর্যায়ের এক বৈঠকের পর ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, “যুদ্ধবিরতি অনেক সময় টিকে না, কিন্তু স্থায়ী শান্তি চুক্তি দীর্ঘমেয়াদি সমাধান দিতে পারে।”
বৈঠকের পর গণমাধ্যমের সামনে ট্রাম্প বলেন, “গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে, কিন্তু এখনো আমরা চুক্তিতে পৌঁছাইনি।” এসময় মার্কিন প্রেসিডেন্ট ইঙ্গিত দিয়ে বলেন, বৈঠক শেষ হলেও আলোচনার দরজা খোলা আছে। দ্রুত কোনো যুদ্ধবিরতি ঘোষণা করার বদলে একটি বাস্তবসম্মত ও সুসংগঠিত শান্তি চুক্তির দিকে মনোযোগ দেওয়াই হবে সঠিক পদক্ষেপ।
আলাস্কা থেকে ওয়াশিংটনে ফেরার পথে ট্রাম্প ফোনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে কথা বলেন। জেলেনস্কি পরে জানান, তিনি সোমবার ওয়াশিংটন ডিসিতে যাবেন এবং ট্রাম্পের সঙ্গে সরাসরি বৈঠক করবেন। ইউক্রেনের পক্ষ থেকেও দীর্ঘমেয়াদি শান্তির গুরুত্বের কথা উঠে এসেছে, যদিও যুদ্ধক্ষেত্রে এখনও সংঘর্ষ অব্যাহত রয়েছে।
পুতিন ও জেলেনস্কির মধ্যে এখনো সরাসরি বৈঠক অনুষ্ঠিত না হলেও ট্রাম্প দাবি করেছেন দুই পক্ষই শান্তি আলোচনায় আগ্রহী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তিন দেশের নেতাদের এই নতুন অবস্থান সংঘাত সমাধানের ক্ষেত্রে ইতিবাচক ইঙ্গিত। তবে বাস্তব চুক্তিতে পৌঁছাতে এখনো দীর্ঘ আলোচনা ও কূটনৈতিক প্রচেষ্টা প্রয়োজন হবে বলেই মনে করছেন তারা।