রাশিয়ার রিয়াজান অঞ্চলের একটি শিল্পকারখানায় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১৩০ জন। শনিবার (১৬ আগস্ট) দেশটির জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে জানায়, ধ্বংসস্তূপের নিচে এখনও উদ্ধারকাজ চলছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
ঘটনাস্থল মস্কো থেকে প্রায় ৩২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। স্থানীয় গভর্নর পাভেল মালকভ শুক্রবার জানান, প্রথমে কারখানার একটি কর্মশালায় আগুন লাগে, এরপরই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। তবে আগুন লাগার কারণ এখনো পরিষ্কার নয়। একই সঙ্গে কারখানায় আসলে কী উৎপাদন হতো—তাও নিশ্চিত করতে পারেনি স্থানীয় প্রশাসন।
এদিকে রাশিয়ার কিছু গণমাধ্যম জানিয়েছে, সম্ভবত কারখানায় সংরক্ষিত গানপাউডারে আগুন লাগার কারণেই বিস্ফোরণ ঘটেছে। তবে এই তথ্যের সরকারি কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। বিস্ফোরণের পরপরই উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন। আহতদের দ্রুত নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ইউক্রেনীয় ড্রোন রিয়াজান অঞ্চলের বিভিন্ন সামরিক ও অর্থনৈতিক স্থাপনায় হামলা চালিয়েছে। ফলে এ দুর্ঘটনা নিয়ে নানা জল্পনা-কল্পনা তৈরি হয়েছে। যদিও স্থানীয় কর্তৃপক্ষ এখন পর্যন্ত বিস্ফোরণকে দুর্ঘটনাজনিত বলেই আখ্যা দিয়েছে। ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনায় পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের স্মরণে বিভিন্ন স্থানে শোক পালনের ঘোষণা দিয়েছে স্থানীয় প্রশাসন।