দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের নতুন অ্যাকশন ড্রামা কুলি মুক্তির দিনেই পাইরেসির শিকার হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে প্রেক্ষাগৃহে প্রদর্শন শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ছবিটির এইচডি প্রিন্ট ছড়িয়ে পড়ে অনলাইনে। দুপুরের আগেই টেলিগ্রাম চ্যানেল এবং একাধিক থার্ড পার্টি ওয়েবসাইটে অবৈধভাবে পাওয়া যায় সিনেমাটি।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমস জানায়, মুক্তির পরপরই সার্চ ইঞ্জিনে ‘কুলি ফ্রি ডাউনলোড’ কীওয়ার্ড ট্রেন্ড করতে শুরু করে। কুখ্যাত পাইরেসি সাইট তামিলরকার্স, পাইরেটস বে, ফিল্মিজিলা, মুভিরুলজ ও মুভিজদাসসহ অসংখ্য প্ল্যাটফর্মে দ্রুত ছড়িয়ে পড়ে সিনেমাটি। কিছুক্ষণের মধ্যেই সেই লিঙ্ক পৌঁছে যায় বড় বড় সোশ্যাল মিডিয়া গ্রুপ এবং টেলিগ্রামের জনপ্রিয় চ্যানেলে। এর ফলে ছবির প্রথম দিনের বক্স অফিস আয় বড় ধরনের চাপে পড়েছে।
এমন পরিস্থিতিতে ছবির নির্মাতা দল ও রজনীকান্ত ভক্তরা নেটদুনিয়ায় আহ্বান জানিয়েছেন, সিনেমা হলে গিয়ে ছবি দেখার জন্য। তাদের অনুরোধ, পাইরেসি থেকে বিরত থাকা উচিত, কারণ অবৈধ ডাউনলোড সরাসরি চলচ্চিত্রের বাণিজ্যিক সাফল্যে আঘাত হানে এবং নির্মাতাদের ক্ষতিগ্রস্ত করে।
কুলি পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা লোকেশ কঙ্গরাজ। এতে রজনীকান্তের পাশাপাশি অভিনয় করেছেন নাগার্জুন, আমির খান এবং শ্রুতি হাসান। বহুল প্রতীক্ষিত এই ছবিটি মুক্তির আগে থেকেই ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহের জন্ম দিয়েছিল। কিন্তু মুক্তির প্রথম দিনেই এমন পাইরেসি ঘটনা ছবির টিমের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে।
শিল্পী, প্রযোজক ও সিনেমাপ্রেমীরা একযোগে সোশ্যাল মিডিয়ায় সতর্কবার্তা দিচ্ছেন—“অবৈধ ডাউনলোড নয়, থিয়েটারে গিয়ে সিনেমা দেখুন। চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে সবাইকে সচেতন হতে হবে।”