বলিউড অভিনেতা পরাগ ত্যাগি তার প্রয়াত স্ত্রী শেফালি জারিওয়ালাকে স্মরণ করে বিবাহবার্ষিকীর দিনে আবেগঘন পোস্ট শেয়ার করেছেন। ২০১৪ সালে বিয়ে করা এই দম্পতির ১১তম বিবাহবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১২ আগস্ট) তিনি ইনস্টাগ্রামে শেফালির সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তগুলো স্মরণ করেন।
পোস্টে পরাগ লিখেছেন, “আমার ভালোবাসা, আমার প্রাণ, আমার পরী, যখন ১৫ বছর আগে তোমাকে প্রথম দেখেছিলাম, তখনই জানতাম তুমি আমার একমাত্র। ১১ বছর আগে তুমি সেই একই দিনে আমার সঙ্গে বিয়ে করেছিলে, যা আমাদের প্রথম দেখা দিনের স্মৃতি। তোমার এই অমলিন ভালোবাসার জন্য আমি চিরকৃতজ্ঞ।”
তিনি আরও লেখেন, “তুমি আমার জীবনকে এত সুন্দর আর রঙিন করে দিয়েছিলে, তুমি আমাকে আনন্দের সঙ্গে জীবন কাটানো শিখিয়েছিলে। এখন আমি আমাদের সব মজার স্মৃতি ভালোবেসে রাখছি। শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে ভালোবাসব এবং তারপরেও। ২০১০ সালের ১২ আগস্ট থেকে চিরকাল একসাথে।”
উল্লেখ্য, শেফালি জারিওয়ালা বলিউডে ‘কাটা লাগা’ রিমিক্স গানের জন্য জনপ্রিয়তা পান। এছাড়া তিনি ‘নাচ বলিয়ে’ ও ‘বিগ বস ১৩’-এ অংশগ্রহণ করেছিলেন। ২০২৫ সালের ২৭ জুন হঠাৎ হার্ট অ্যাটাকে মাত্র ৪২ বছর বয়সে তার মৃত্যু হয়। মুম্বাই পুলিশ শেফালির মৃত্যুর সঠিক কারণ জানতে পোস্টমর্টেম সম্পন্ন করেছে।
পরাগের এই আবেগঘন পোস্টে তাদের সম্পর্কের মাধুর্য, পারিবারিক বন্ধন ও শেফালির স্মৃতি স্পষ্টভাবে ফুটে উঠেছে। ভক্তরা শোক প্রকাশের পাশাপাশি শেফালির অবদান ও স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন।