Ridge Bangla

ভারত ও নেপালে ভারী বর্ষণ-বজ্রপাতে নিহত ১০০

গত কয়েকদিনের ভারী বর্ষণ, বজ্রপাত, ঝড়ে ভেঙে পড়া গাছের আঘাত এবং বাড়িঘরের ছাদ-দেওয়াল ধসে ভারত ও নেপালে গত তিন দিনে প্রায় ১০০ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া প্রবল বর্ষণ ও তার ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় উপদ্রুত বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে।

সবচেয়ে বেশি নিহতের ঘটনা ঘটেছে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে। গত তিন দিনে ভারী বর্ষণ ও বজ্রপাতে বিহারের বিভিন্ন শহর ও গ্রামে অন্তত ৮২ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। তবে রাজ্যের সাবেক উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব জানিয়েছেন, নিহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি।

রয়টার্সের খবরে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তেজস্বী যাদব বলেন, বিহারে গত তিন দিনে যারা ঝড়, বৃষ্টি, বজ্রপাত এবং ঝড়ে উপড়ে যাওয়া গাছের আঘাত এবং বাড়িঘরের ছাদ-দেওয়াল ধসে প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের স্বজনদের প্রতি তিনি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

আরো পড়ুন