আজ শুক্রবার বেলা ৩টার দিকে ফরিদপুর শহরের ব্রাহ্মণকান্দা এলাকার বাইপাস সড়কসংলগ্ন একটি অস্থায়ী মিক্সচার প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। পিচ ঢালাইয়ের কাজে ব্যবহৃত এই প্ল্যান্টে বিস্ফোরণের ফলে ব্যাপক ধোঁয়ার কুণ্ডলী সৃষ্টি হয়। এতে দুজন শ্রমিক গুরুতর দগ্ধ হন এবং পাশে থাকা একটি দোকান পুড়ে যায়।
ফরিদপুর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তারা হলেন, ঝিনাইদহ জেলার মহেশপুর থানার কাইলাডাঙ্গা গ্রামের জয়নাল মোল্যার ছেলে আল আমিন মোল্যা (৩৫) এবং বকুলনগর গ্রামের হজরত আলীর ছেলে মো. মোকসেদ আলী (৪০)। কর্তব্যরত চিকিৎসকের মতে, তাঁদের শরীরের প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ পুড়ে গেছে।
ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, বিস্ফোরণটি মিক্সচার মেশিনের একটি মোটর থেকে ঘটে এবং মুহূর্তেই আগুনের ধোঁয়ার তীব্রতা বাড়তে থাকে।