Ridge Bangla

ধোনির চেন্নাইকে ঘরের মাঠে সর্বনিম্ন রানে থামিয়ে কলকাতার বড় জয়

আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৫৯ বল বাকি থাকতে জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলে বড় লাফ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠে চেন্নাইয়ের ব্যাটিং ভরাডুবিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বরুণ চক্রবর্তী, সুনীল নারিন ও মঈন আলীর স্পিন আক্রমণ। এই তিন স্পিনারের ঘূর্ণিতে পাঁচবারের চ্যাম্পিয়নরা নিজেদের মাঠেই দলীয় সর্বনিম্ন রানে থেমে যায়। এরপর মাত্র ১১তম ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় কলকাতা। একই সঙ্গে প্রথমবারের মতো এক মৌসুমে ঘরের মাঠে টানা তিনটি ম্যাচে হারের তিক্ত স্বাদ পেল চেন্নাই সুপার কিংস।

এদিন চেন্নাইকে থামতে হয়েছে মাত্র ৯ উইকেটে ১০৩ রানে। কলকাতার তিন স্পিনার মিলে ১২ ওভারে ৫৫ রান দিয়ে ৬ উইকেট তুলে নেন।

লক্ষ্যে নেমে সুনীল নারাইনের আগ্রাসী ব্যাটিংয়ে মাত্র ১১তম ওভারের প্রথম বলেই জয় নিশ্চিত করে কলকাতা। ২ উইকেটে ১০৭ রান করে ম্যাচ শেষ করে তারা। নারিন ১৮ বলে ২ চার ও ৫ ছয়ের মাধ্যমে ৪৪ রানের দৃষ্টিনন্দন ইনিংস খেলেন।

ধোনি টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। শুরুতেই ১৪ রানে ২ উইকেট হারিয়ে ধাক্কা খায় চেন্নাই। বিজয় শঙ্কর ও রাহুল ত্রিপাঠীর ৪৩ রানের জুটি ভাঙতেই আবারও বিপর্যয়ের মুখে পড়ে দলটি। ২ উইকেটে ৫৯ রান থেকে তারা ৭৯ রানেই ৯ উইকেট হারায়। যদিও ক্লাব ইতিহাসে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার লজ্জা এড়ায়, তবে তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। শিবম দুবে অপরাজিত ৩১ রান করেন, দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান আসে বিজয়ের ব্যাটে।

কলকাতার হয়ে নারাইন ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে নেন ৩ উইকেট। হার্ষিত ও বরুণ দুটি করে এবং মঈন একটি উইকেট নেন।

১০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কুইন্টন ডি কক ৩ ছক্কায় ১৬ বলে ২৩ রান করেন। তার সঙ্গে ৪৬ রানের উদ্বোধনী জুটি গড়া নারাইন মাত্র ৬ রানের জন্য হাফসেঞ্চুরি মিস করেন। এটি কলকাতার চলতি আসরে তৃতীয় জয়। বল ও ব্যাটে অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা হন নারাইন।

হার দিয়ে শুরু করা কলকাতা এক ম্যাচ পর জয় পেল। ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তারা উঠে এসেছে পয়েন্ট টেবিলের তিন নম্বরে। সমান ম্যাচ খেলে টানা পাঁচটি হারে মাত্র ২ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস।

আরো পড়ুন