সারা দেশে যৌথ বাহিনীর টানা অভিযানে এক সপ্তাহে চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী, অবৈধ অস্ত্রধারী, চাঁদাবাজ, প্রতারক, মাদক কারবারি ও মাদকাসক্তসহ মোট ৭০ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের বর্তমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে। এর অংশ হিসেবে ৭ আগস্ট থেকে ১৪ আগস্ট পর্যন্ত সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনস্থ ইউনিটগুলো অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে একাধিক যৌথ অভিযান পরিচালনা করে।
এসব অভিযানে শীর্ষ সন্ত্রাসী, অবৈধ অস্ত্রধারী, চাঁদাবাজ, প্রতারক, জুয়াড়ি, মাদক কারবারি ও মাদকাসক্তসহ ৭০ জনকে হাতেনাতে আটক করা হয়। অভিযান চলাকালে তাদের কাছ থেকে ১৪টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ১৪৩ রাউন্ড বিভিন্ন ধরনের গুলি, ৮ রাউন্ড খালি কার্তুজ, সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য, চোরাই মালামাল এবং নগদ অর্থ উদ্ধার করা হয়। পরে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
সেনাবাহিনী আরও জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে দেশের বিভিন্ন এলাকায় নিয়মিত টহল ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণেও তারা ভূমিকা রাখছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়। একই সঙ্গে সাধারণ জনগণকে অনুরোধ করা হয়েছে, কোনো সন্দেহজনক কার্যকলাপ চোখে পড়লে দ্রুত নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য দিতে।