ঢাকা-চট্টগ্রাম পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ প্রকল্প এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে। গত দেড় মাসে পরীক্ষামূলকভাবে প্রায় ৫ কোটি লিটার ডিজেল এই পাইপলাইনে ঢাকায় পাঠানো হয়েছে। সরকারি প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল এই সরবরাহ কার্যক্রমে যুক্ত রয়েছে। জানা গেছে, আগামী ১৬ আগস্ট আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন করা হবে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ২০১৬ সালে চট্টগ্রাম থেকে ঢাকায় পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল পরিবহনের এই প্রকল্প হাতে নেয়। ২০২০ সালে কাজ শেষ হওয়ার কথা থাকলেও তিন দফা সময় বাড়িয়ে চলতি বছরের মার্চে প্রকল্পের কাজ সমাপ্ত হয়। বিশেষজ্ঞরা জানিয়েছেন, প্রকল্পটি পুরোপুরি চালু হলে বছরে সর্বোচ্চ ২৭ লাখ টন বা ৩১৭ কোটি লিটার ডিজেল সরবরাহ করা সম্ভব হবে।
প্রকল্পের শুরুতে ব্যয় ধরা হয়েছিল ২ হাজার ৮৬১ কোটি টাকা। তবে সময় ও ব্যয় উভয়ই বেড়ে তিন দফায় মোট ব্যয় দাঁড়িয়েছে ৩ হাজার ৬৯৯ কোটি টাকায়।
বিপিসির চেয়ারম্যান মো. আমিন উল আহসান সম্প্রতি গণমাধ্যমকে বলেন, “প্রকল্পটির পরীক্ষামূলক কার্যক্রম দ্রুত শেষ করে শিগগিরই আনুষ্ঠানিকভাবে পাইপলাইনের মাধ্যমে তেল সরবরাহ শুরু করা হবে। এর মাধ্যমে সহজে, নিরাপদে ও সাশ্রয়ীভাবে তেল পরিবহন সম্ভব হবে। একইসঙ্গে অপচয়ও অনেক কমে যাবে।”