Ridge Bangla

বিএনপি অঙ্গীকারবদ্ধ সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব অটুট রাখার জন্য: তারেক রহমান

ধর্মীয় সহিষ্ণুতা বাংলাদেশের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ যুগ যুগ ধরে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা ধরে রেখেছে। এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছে এবং বিএনপি সেই ঐতিহ্য অটুট রাখতে দৃঢ় অঙ্গীকারবদ্ধ।

শুভ জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার (১৫ আগস্ট) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বাণীতে তিনি হিন্দু ধর্মাবলম্বী নাগরিকদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানান এবং তাদের কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি কামনা করেন।

তারেক রহমান বলেন, জন্মাষ্টমী ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণের জন্মদিন হিসেবে উদযাপিত হয়। শ্রীকৃষ্ণ মানবরূপে পৃথিবীতে জন্মগ্রহণ করে দুষ্টের বিনাশ ও পাপমুক্তির সাধন করেছিলেন। যুগে যুগে এই ধর্মীয় উৎসব যথাযোগ্য মর্যাদায় পালিত হয়ে আসছে।

তিনি আরও বলেন, উৎসব মানুষের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করে, সমাজে সংহতি সৃষ্টি করে এবং আনন্দ ও বিনম্রতার মাধ্যমে সবাইকে আন্তরিকতায় যুক্ত করে। সব ধর্মের মূল শিক্ষাই মানবকল্যাণ, ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা—শ্রীকৃষ্ণের মহৎ কর্ম ও বাণী নিরপরাধ ও সদাচারী মানুষকে শান্তি, নিরাপত্তা ও স্বস্তি দিয়েছে।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, গণবিরোধী ও স্বৈরশক্তি সবসময় মানুষের ওপর নির্যাতন চালায়। শ্রীকৃষ্ণের দৃষ্টান্ত অনুসরণ করে অত্যাচারীর বিরুদ্ধে প্রতিরোধ ও অসহায় মানুষের প্রেরণা বাড়বে। বিএনপি এই আদর্শ প্রতিষ্ঠা ও সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

আরো পড়ুন