Ridge Bangla

শুভ জন্মাষ্টমী আজ

সনাতন হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী আজ সারা দেশে পালিত হচ্ছে। শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উপলক্ষে মন্দির, আশ্রম ও ঘরে চলছে পূজা-অর্চনা, ভজন, প্রার্থনা ও আনন্দোৎসব।

শনিবার (১৬ আগস্ট) ভক্তরা গভীর ভক্তিভরে দিনটি পালন করছেন। মন্দিরগুলোতে অনুষ্ঠিত হচ্ছে বিশেষ পূজা, আরতি, কীর্তন ও শোভাযাত্রা। শিশু-কিশোর থেকে প্রবীণ পর্যন্ত সব বয়সী মানুষ উৎসবের উচ্ছ্বাসে অংশ নিচ্ছেন।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, যখন অধর্ম ও অশুভ শক্তি পৃথিবীকে আচ্ছন্ন করে, তখন মানবজাতির মুক্তি ও কল্যাণের জন্য ঈশ্বর অবতীর্ণ হন। হিন্দু পুরাণ অনুযায়ী, দ্বাপর যুগে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণ মথুরার কারাগারে জন্মগ্রহণ করেন। তাঁর আবির্ভাব হয়েছিল দুষ্টের দমন ও শিষ্টের পালন নিশ্চিত করার জন্য।

শ্রীকৃষ্ণ পৃথিবীতে আগমনের মাধ্যমে অশুভ শক্তি বিনাশ করে সত্য, ন্যায় ও সুন্দর প্রতিষ্ঠা করেন। মানবিকতা ও ন্যায়নীতি যখন পাশবিক শক্তির কাছে পরাজিত হচ্ছিল, তখনই তিনি আবির্ভূত হয়ে শুভশক্তির জয় নিশ্চিত করেন। এজন্য যুগে যুগে তাঁকে ধর্মরক্ষক ও সত্য প্রতিষ্ঠার প্রতীক হিসেবে মান্য করা হয়।

ভক্তরা বিশ্বাস করেন, যুগে যুগে ঈশ্বর তাঁর সৃষ্টিকে রক্ষার জন্য অবতীর্ণ হন এবং মানুষের মনে শুভবুদ্ধির উদয় ঘটান। জন্মাষ্টমীর দিনে ভক্তরা সেই চিরন্তন বার্তাই স্মরণ করেন—অশুভ শক্তির বিনাশ এবং শুভশক্তির বিজয় অবশ্যম্ভাবী।

আরো পড়ুন