আসন্ন জাতীয় নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তবে কোন পদ্ধতিতে ও কীভাবে এ রোডম্যাপ প্রণয়ন হবে, তা এখনো নির্ধারিত হয়নি এবং পরবর্তীতে জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজধানীর নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য দেন ইসি সচিব। তিনি বলেন, “রোডম্যাপের বিষয়ে আমাদের প্রস্তুতি প্রায় শেষ। আগামী সপ্তাহে তা ঘোষণা করা হবে। তবে বিস্তারিত কাঠামো এবং পদ্ধতি এখনো চূড়ান্ত হয়নি।”
প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গে তিনি বলেন, “এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা বাকি রয়েছে। বিষয়টি জটিল এবং বিভিন্ন দিক বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। আলোচনা শেষে সাংবাদিকদের জানানো হবে।”
এ ছাড়া নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রম প্রসঙ্গে তিনি জানান, কমিশন এখন পর্যন্ত ৩১৮টি সংস্থার কাছ থেকে পর্যবেক্ষণের জন্য আবেদন পেয়েছে। এসব আবেদন যাচাই-বাছাইয়ের কাজ চলছে এবং যাচাই শেষে যোগ্য সংস্থাগুলোকে অনুমোদন দেওয়া হবে।
সিনিয়র সচিব আরও বলেন, স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। রোডম্যাপ ঘোষণার পর রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
ইসি সূত্রে জানা গেছে, রোডম্যাপে মনোনয়নপত্র দাখিল, যাচাই-বাছাই, প্রতীক বরাদ্দ, প্রচার কার্যক্রম, ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণার সম্ভাব্য সময়সূচি অন্তর্ভুক্ত থাকবে।