পাকিস্তানের করাচিতে স্বাধীনতা দিবস উদ্যাপনের সময় ফাঁকা গুলি ছোড়ার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৬৪ জন আহত হয়েছেন। আহতদের বেশির ভাগই ছিলেন পথচারী ও স্থানীয় বাসিন্দা। স্থানীয় পুলিশ, হাসপাতাল এবং উদ্ধারকর্মীদের বরাতে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এ তথ্য জানিয়েছে।
আইনের চোখে ফাঁকা গুলি ছোড়া নিষিদ্ধ হলেও স্বাধীনতা দিবস ও নববর্ষের মতো উৎসবে প্রায়ই এ ধরনের ঘটনা ঘটে এবং তা থেকে হতাহতের ঘটনা ঘটছে নিয়মিত। পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন এলাকা থেকে গুলিবিদ্ধ মোট ১০৯ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার পর মোমিনাবাদ, লিয়াকতাবাদ, সামানাবাদ ও ওরাঙ্গি টাউনসহ বিভিন্ন এলাকা থেকে ২০ জনের বেশি সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে আধুনিক আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়েছে। ইতোমধ্যে এ ঘটনায় একাধিক মামলা দায়ের করা হয়েছে।
পাকিস্তান এ বছর ১৪ আগস্ট ৭৮তম স্বাধীনতা দিবস পালন করছে। দিনটি ঘিরে এভাবে ফাঁকা গুলি ছোড়ার ঘটনাকে কর্তৃপক্ষ ‘বেপরোয়া ও বিপজ্জনক’ বলে আখ্যা দিয়েছে। পাশাপাশি নাগরিকদের নিরাপদ উপায়ে উৎসব পালনের আহ্বান জানিয়েছে।
উল্লেখ্য, গত বছর একইভাবে করাচিতে স্বাধীনতা দিবস উদ্যাপনের সময় অন্তত ৯৫ জন আহত হয়েছিলেন। এর আগের বছর আহতের সংখ্যা ছিল ৮০।