অবিশ্বাস্য প্রত্যাবর্তনে সমতা ফেরানোর পর টাইব্রেকারে জিতে প্রথমবারের মতো উয়েফা সুপার কাপের শিরোপা তুলে নিল প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। ইউরোপ সেরা ক্লাব হিসেবে নিজেদের প্রমাণ করার মঞ্চে আবারও আলো ছড়াল ফরাসি জায়ান্টরা।
ইতালির উদিনে অনুষ্ঠিত ম্যাচে ৩৯ মিনিটে ডাচ ডিফেন্ডার মিকি ফন দে ফেনের গোলে এগিয়ে যায় টটেনহ্যাম হটস্পার। দ্বিতীয়ার্ধ শুরু হতেই (৪৮ মিনিটে) পেদ্রো পারোর ফ্রি-কিক থেকে হেডে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক ক্রিস্তিয়ান রোমেরো।
দুই গোল পিছিয়ে পড়েও হাল ছাড়েনি পিএসজি। শেষ ১০ মিনিটে বদলি খেলোয়াড় লি কাং-ইন ও গনজালো রামোসের গোলেই সমতায় ফেরে ম্যাচ। নির্ধারিত সময় শেষে খেলা গড়ায় টাইব্রেকারে।
পেনাল্টি শুটআউটে পিএসজির প্রথম শট পোস্টে লাগলেও বাকি চারটি শটেই তারা গোল করে। অন্যদিকে টটেনহ্যামের হয়ে মিকি ফন দে ফেনের শট ঠেকান পিএসজির নতুন গোলরক্ষক লুকাহ শুভালিয়ে, আর মাথিয়াস তেল শট বাইরে মেরে ব্যর্থ হন। ফলে ৪-৩ ব্যবধানে জয় নিশ্চিত করে ফরাসি চ্যাম্পিয়নরা।
এই জয়ে পিএসজি প্রথম ফরাসি ক্লাব হিসেবে উয়েফা সুপার কাপ জেতার ইতিহাস গড়ল। কয়েক মাস আগে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর এটি তাদের আরেকটি মাইলফলক। অন্যদিকে, নতুন কোচ টমাস ফ্র্যাঙ্কের অধীনে টটেনহ্যামকে প্রতিযোগিতামূলক প্রথম ম্যাচেই হতাশ হতে হলো। মে মাসে ইউরোপা লিগ ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে শিরোপা জিতেছিল ইংলিশ ক্লাবটি।