চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে এক বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূলের অদূরে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপ ভোর ৬টায় একই এলাকায় অবস্থান করছিল। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্য বৃদ্ধি পায়। ফলে সমুদ্রবন্দরসমূহ, বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ও উত্তর বঙ্গোপসাগরে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত গভীর সাগরে যাওয়া নিষেধ। নৌযান ও মৎস্য আহরণ কার্যক্রমে সতর্কতা না নিলে দুর্ঘটনার ঝুঁকি রয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, লঘুচাপের প্রভাবে সাগরে ঝড়ো হাওয়া, ঢেউয়ের উচ্চতা বৃদ্ধি এবং স্থানভেদে ভারী বর্ষণ হতে পারে। এজন্য মৎস্যজীবী ও নৌপরিবহন সংশ্লিষ্টদের সঠিক সময়ে উপকূলের কাছাকাছি অবস্থান নিয়ে নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
অতএব, সমুদ্র ও উপকূলবর্তী এলাকায় ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড এড়িয়ে চলা এবং সরকারি নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা অত্যন্ত জরুরি বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস।