এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা চার দিনের সফরে ঢাকায় আসছেন। আগামী ২৩ নভেম্বর তিনি ঢাকায় পৌঁছাবেন এবং ২৬ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন। আজ বাফুফে ও এএফসির আলোচনায় তার সফরের বিষয়টি চূড়ান্ত হয়।
বাংলাদেশ ফুটবলে সাম্প্রতিক সময়ে মেয়েদের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। সিনিয়র ও বয়সভিত্তিক উভয় পর্যায়েই এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশের নারী দল। গত জুন-জুলাইয়ে জাতীয় নারী দল এবং চলতি মাসে লাওসে অনূর্ধ্ব–২০ নারী দল এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। এই সুখবরের ধারাবাহিকতায় এবার এএফসি সভাপতির ঢাকায় আগমন নতুন উদ্দীপনা যোগ করেছে।
বাফুফে জানিয়েছে, এশিয়ার ফুটবলের শীর্ষ কর্তার সফরকে সর্বোচ্চভাবে কাজে লাগাতে তারা পরিকল্পনা নিয়েছে। এএফসি সভাপতির সফরসূচিতে ক্লাব, জেলা, একাডেমি, রেফারি, মিডিয়াসহ সকল স্টেকহোল্ডারের সঙ্গে যোগাযোগ ও কর্মসূচি রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, অতীতে ফিফার দুই সাবেক সভাপতি হোয়াও হ্যাভেলেঞ্জ ও সেপ ব্লাটার একাধিকবার বাংলাদেশ সফর করেছিলেন। এশিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতি পূর্বেও ঢাকায় এসেছিলেন, তবে তাদের সফর কখনো দুই দিনের বেশি স্থায়ী হয়নি। এবারই প্রথমবারের মতো চার দিনের সফরে ঢাকায় আসছেন সালমান, যিনি এএফসির পাশাপাশি ফিফার সহ-সভাপতির দায়িত্বও পালন করছেন। তার এই সফর থেকে বাংলাদেশ ফুটবলের জন্য ইতিবাচক কিছু পাওয়ার প্রত্যাশা করছেন বাফুফে ও দেশের ফুটবলপ্রেমীরা।