Ridge Bangla

পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় ১০ জন নিহত

ভারতের পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় অন্তত দুই নারীসহ ১০ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে বর্ধমানের ১৯ নম্বর জাতীয় মহাসড়কের নলা ফেরি ঘাটের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। দুর্ঘটনায় পড়া বাসটি বিহারের উদ্দেশ্যে যাচ্ছিল বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

স্থানীয় একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, দিনের শেষে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহত এবং নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত চলছে। পুলিশের ধারণা, বাসের চালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন। এর ফলে এই ভয়াবহ সংঘর্ষ ঘটে।

১০ জনের মৃতদেহ ইতোমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্থানীয় লোকজন অভিযোগ করেছেন, জাতীয় মহাসড়কের পাশে সার্ভিস রোড থাকা সত্ত্বেও সেখানে ট্রাক দাঁড়িয়ে থাকার কারণে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। এই ঘটনার পর, জাতীয় মহাসড়কে ভারী যানবাহন দাঁড়িয়ে থাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

আরো পড়ুন