Ridge Bangla

সরাইলে ট্রাক বিকলে মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি পণ্যবাহী ট্রাক বিকল হয়ে পড়ায় ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ ২০ কিলোমিটার পর্যন্ত যানজট সৃষ্টি হয়। বৃহস্পতিবার ভোর ৪টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বেড়তলা থেকে সরাইল বিশ্বরোড মোড় হয়ে শাহবাজপুর পর্যন্ত যান চলাচল প্রায় বন্ধ হয়ে পড়ে। বিকেল সাড়ে ৪টার দিকে যানজট কিছুটা কমে প্রায় ১০ কিলোমিটারে নেমে আসে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত সাড়ে তিনটার দিকে সিলেট থেকে ঢাকাগামী একটি বালুবাহী ট্রাক বিশ্বরোড গোলচত্বর এলাকায় বিকল হয়ে যায়। এক পাশ দিয়ে যান চলাচল শুরু হলেও সড়কের খানাখন্দ ও কাদাপানির কারণে ধীরগতি তৈরি হয়ে এক পর্যায়ে প্রায় বন্ধ হয়ে পড়ে।

ভোর পাঁচটার দিকে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিকল ট্রাকের পাশে মাটি ফেলে চলাচলের পথ তৈরির চেষ্টা করে। তবে কয়েকটি যান আটকে গেলে রেকার ব্যবহার করে সেগুলো সরানো হয়। সকাল সাড়ে ৮টার দিকে সেনাবাহিনী এসে শৃঙ্খলা ফেরানোর চেষ্টা করে। সকাল সোয়া ৯টার দিকে রেকার দিয়ে বিকল ট্রাকটি সরানো সম্ভব হয়। তবে যান চলাচল শুরু হলেও ধীরগতির কারণে পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগে।

বিকেল ৩টার দিকে সরাইলের লালসালু হোটেলের সামনে আরেকটি ট্রাক বিকল হওয়ায় পুনরায় যানজট দেখা দেয়। স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বরোড গোলচত্বরের চারপাশে অসংখ্য গর্ত ও কাদাপানি জমে থাকায় দূরপাল্লার যানবাহন ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হচ্ছে। ঢাকা থেকে সিলেটগামী ট্রাকচালক আলমগীর ভূঁইয়া ও বাসচালক রিপন মিয়া জানান, ভোর থেকে আটকা পড়ে থাকতে তাদের ঘণ্টার পর ঘণ্টা লেগেছে।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, ভোর ৪টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার যানজট ছিল। বিকেলে আরও একটি ট্রাক বিকল হওয়ায় এখনও প্রায় ১০ কিলোমিটার এলাকায় যানজট রয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন