ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী মিষ্টি জান্নাত গত ৩০ জুলাই প্রিয় বাবাকে হারিয়েছেন। এই শোক কাটিয়ে উঠতে না পারায় মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। বাবার সঙ্গে কাটানো স্মৃতি ও ভালোবাসা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত আবেগঘন পোস্ট দিচ্ছেন এই অভিনেত্রী।
কিন্তু শোকের মধ্যেই নতুন গুজবের মুখোমুখি হতে হয়েছে মিষ্টিকে। সম্প্রতি ফেসবুকে তিনি জানান, তার মানসিক অবস্থাকে ভুলভাবে ব্যাখ্যা করে কেউ কেউ দাবি করছে, তিনি নাকি অভিনেতা শাকিব খানের জন্য কষ্টে আছেন।
বুধবার (১৩ আগস্ট) সন্ধ্যায় ফেসবুকের ভেরিফায়েড পেজে শাকিব খানের সঙ্গে একটি পুরনো ছবি শেয়ার করে মিষ্টি লিখেছেন, “আমার বাবা ১৪ দিন হলো পৃথিবীতে নেই। আমি আমার বাবা-মায়ের রাজকন্যা। ভাইবোন নেই, কাজিনরাই আমার আপন। শোক কাটিয়ে ওঠা আমার ও পরিবারের পক্ষে অসম্ভব। এর মধ্যেই শাকিব খান আর আমাকে নিয়ে ভিত্তিহীন গুজব ছড়ানো হচ্ছে।”
তিনি আরও উল্লেখ করেছেন, “আমি বাবাকে নিয়ে স্ট্যাটাস দিচ্ছি, অথচ বলা হচ্ছে আমি নাকি শাকিবের জন্য আত্মহত্যা করতে যাচ্ছি! আমার বাবার মৃত্যুতে শাকিব খানসহ অনেক তারকা, নির্মাতা, সাংবাদিক আমাকে সান্ত্বনা দিয়েছেন—এটা নিয়ে ভুল ব্যাখ্যা দেবেন না। আমি এখনও কাউকে সাড়া দিতে পারছি না, মানসিকভাবে প্রস্তুত নই।”
মিথ্যা গুজব ও নেতিবাচক মন্তব্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে মিষ্টি বলেন, “দয়া করে আমাকে নিয়ে এসব ফালতু কমেন্ট, নিউজ, স্ট্যাটাস বন্ধ করুন। কারও সঙ্গে আমার কোনো বিরোধ নেই। কিছু মানুষ আমার সফলতা মেনে নিতে পারছে না। প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেব।”
শাকিব খানের সঙ্গে থাকা ছবিগুলো নিয়ে তিনি আরও বলেন, “এমন অনেক ছবি আছে। এতে কী হয়েছে? এসব নিয়ে আমি আর কিছু বলতে চাই না। আমার এখন শোক কাটিয়ে ওঠার সময়। একটু থামুন, অনেক হয়েছে।”
সবশেষে আবেগঘন বার্তায় মিষ্টি লিখেছেন, “আপনাদের কি বাবা-মা নেই? যেদিন থাকবে না, সেদিন বুঝবেন জীবন কত কঠিন। বাবা থাকলে সবকিছু সহজ হয়।”