‘সেরাকণ্ঠ’ খ্যাত কণ্ঠশিল্পী আতিয়া আনিসা প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে সংগীতসফরে যাচ্ছেন। সেখানে বিভিন্ন রাজ্যে মোট ১৪টি অনুষ্ঠানে গান পরিবেশন করার কথা রয়েছে তার। তবে আয়োজকদের আগ্রহে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্র সফর নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে আনিসা বলেন, “নিজের গান নিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়া আমার জন্য এক বিশেষ অনুভূতি। ক্যারিয়ারের শুরু থেকেই স্বপ্ন ছিল বিশ্বজুড়ে বাংলা গান পৌঁছে দেওয়ার। এবার সেই স্বপ্নের একটি অংশ পূরণ হতে যাচ্ছে। যদিও এটি আমার প্রথম যুক্তরাষ্ট্র সফর, কিন্তু গান নিয়ে এটি হবে আমার চতুর্থ আন্তর্জাতিক ভ্রমণ। আশা করি, এই যাত্রা দীর্ঘ হবে এবং বাংলা গান বিশ্বমঞ্চে আরও জায়গা করে নেবে।”
এর আগে ব্যাংকক, ভারত ও অস্ট্রেলিয়ায় সংগীত পরিবেশন করেছেন এই শিল্পী। তিনি জানান, কয়েক দিনের মধ্যেই যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন। সফর শেষে আগামী ২৯ অক্টোবর দেশে ফেরার কথা থাকলেও অনুষ্ঠানের সময়সূচি বাড়লে ফেরার তারিখ পিছিয়ে যেতে পারে।
২০১৭ সালে চ্যানেল আই সেরাকণ্ঠ থেকে গানের জগতে যাত্রা শুরু করেন আতিয়া আনিসা। ২০২২ সালে পায়ের ছাপ চলচ্চিত্রের এই শহরের পথে পথে গানটির জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ গায়িকা হিসেবে সম্মাননা পান। এছাড়া রায়হান রাফী পরিচালিত পরাণ সিনেমার জনপ্রিয় গান চল নিরালায় তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়, যেখানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন অয়ন চাকলাদার।
আনিসা আশা করছেন, যুক্তরাষ্ট্র সফর তার সংগীতজীবনের নতুন দিগন্ত খুলে দেবে এবং বাংলা গানের প্রচার আরও বিস্তৃত হবে।