Ridge Bangla

১৫ আগস্ট ধানমণ্ডি ৩২ নিরাপত্তা চাদরে মোড়ানো

১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে শেখ মুজিবুর রহমানসহ ২৬ জনকে ধানমণ্ডি ৩২ নম্বরের নিজ বাসায় হত্যা করা হয়। প্রতি বছর এই দিনে বিশেষ শ্রদ্ধা জানাতে আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠন আসে, তবে চলতি বছর নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কঠোর করা হয়েছে। ১৫ আগস্ট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী কড়া নিরাপত্তা রেখেছে। সেখানে পুলিশ, র‍্যাব এবং আনসার মোতায়েন রয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যা থেকে অতিরিক্ত পুলিশ ধানমণ্ডি ৩২-এর প্রবেশ মুখে অবস্থান নেয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারের নির্দেশনা অনুযায়ী নিষিদ্ধ রাজনৈতিক ও ছাত্রসংগঠনের কেউ একত্রিত হতে পারবে না। নিষিদ্ধ সংগঠনগুলোর নেতাকর্মীরা গত কয়েক মাস ধরে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা করছে। তাই কোনো ছাড় দেওয়া হবে না।

প্রবেশ মুখে ব্যারিকেড ও জলকামান স্থাপন করা হয়েছে। ১৫ আগস্ট ধানমণ্ডি ৩২-এ আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রবেশ রোধের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। এই সময় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। তারা সারারাত এবং শুক্রবার সারাদিন সেখানে থাকবেন।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ১ থেকে ১৫ আগস্ট পর্যন্ত নিষিদ্ধ সংগঠনগুলোর নেতাকর্মীরা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে। এ অবস্থার প্রেক্ষিতে ধানমণ্ডি ৩২সহ ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কড়া নজরদারি চলছে।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান বলেন, “পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে এবং রাতেও থাকবে। ধানমণ্ডি ৩২ নম্বর পুরোপুরি পুলিশের নিয়ন্ত্রণে। এখানে কোনও অনুষ্ঠান বা অরাজকতা করতে দেওয়া হবে না।” দেশ ও জনগণের স্বার্থে নিরাপত্তা রক্ষায় এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন