আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভ্রান্তিকর বক্তব্য এবং অনিয়ম এড়াতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) নিজ বাসায় গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
সালাহউদ্দিন আহমেদ বলেন, “কারা নির্বাচনকে বিলম্বিত বা অনিশ্চিত করতে চায়, তাদের মুখোশ ইতিমধ্যেই জাতির সামনে উন্মোচিত হয়েছে। যারা নির্বাচন বানচাল করবে বা ভোট বর্জন করবে, তারা জাতীয় রাজনীতিতে মাইনাস হয়ে যাবে।”
তিনি নির্বাচনের আগে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। অবৈধ অস্ত্র ও সহিংস শক্তি মাঠে থাকলে ফ্যাসিস্ট শক্তি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন বিএনপির এই নেতা।
এ সময় তিনি রাজধানীর গুলশানে সাবেক নারী সংসদ সদস্যের বাসায় গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) বহিষ্কৃত নেতা জানে আলম অপুর চাঁদাবাজির ঘটনা প্রসঙ্গ তুলে বলেন, “গুলশানে চাঁদাবাজির ঘটনায় উপদেষ্টাদের কেউ জড়িত কি না, তা জনগণের সামনে স্পষ্টভাবে তুলে ধরা প্রয়োজন। যথাযথ তদন্ত না হলে এ বিষয়ে আরও প্রশ্ন ও সংশয় জন্মাবে।”
সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, রাজনৈতিক নেতৃত্ব ও জনগণকে সতর্ক থাকতে হবে যেন তারা বিভ্রান্তিকর প্রচারণা ও সহিংস কর্মকাণ্ড থেকে দূরে থাকেন। তিনি ভোটগ্রহণ প্রক্রিয়া ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সুরক্ষিত রাখতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় ও মহানগরীর নেতারা উপস্থিত ছিলেন। এ সময় দলের নেতারা ভোটাধিকারের মর্যাদা ও গণতান্ত্রিক নির্বাচনের প্রতি সমর্থন প্রকাশ করেন।