Ridge Bangla

খালেদা জিয়ার জন্মদিনে প্রধান উপদেষ্টার ফুলের শুভেচ্ছা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৪টার দিকে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের বাসভবন ‘ফিরোজা’-তে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এই শুভেচ্ছা পৌঁছে দেওয়া হয়।

প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ফুলের তোড়া নিয়ে যান তার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম। বাসভবনে তারা পৌঁছালে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব ও সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তার ফুলের তোড়া গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য বেলায়েত হোসেন, দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এবং চেয়ারপারসনের কার্যালয়ের কর্মকর্তা মাসুদ রহমান।

শুভেচ্ছা গ্রহণের পর খালেদা জিয়ার পক্ষ থেকে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার। তিনি বলেন, এই শুভেচ্ছা শুধু রাজনৈতিক সৌজন্যের বহিঃপ্রকাশ নয়, বরং দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে পারস্পরিক সম্মান ও শুভেচ্ছার একটি উদাহরণ।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গে সৌজন্য বিনিময় ও আলোচনায় অংশ নিচ্ছেন। রাজনৈতিক অঙ্গনের শান্তিপূর্ণ পরিবেশ ও পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে তোলার লক্ষ্যে তার এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

উল্লেখ্য, ১৯৪৫ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণ করেন বেগম খালেদা জিয়া। তিনি তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দীর্ঘ সময় ধরে বিএনপির নেতৃত্ব দিয়ে আসছেন।

আরো পড়ুন