Ridge Bangla

প্রথম দিনেই ২ কোটি আয় করল দেব-শুভশ্রীর ‘ধূমকেতু’

অবশেষে বড়পর্দায় (১৪ আগস্ট) মুক্তি পেল অভিনেতা দেব অভিনীত বহু প্রতীক্ষিত সিনেমা ‘ধূমকেতু’। নামের মতোই মানুষকে এ সিনেমার জন্য অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ ৯ বছর। কথায় আছে, ‘অপেক্ষার ফল সব সময় ভালোই হয়’, সিনেমাটির বেলাতেও তাই হয়েছে। এত বছরের সবার অপেক্ষা আজ উন্মাদনায় রূপ নিয়েছে।

প্রথম দিনেই রীতিমতো বাজিমাত করেছে ‘ধূমকেতু’। কোটি টাকার গণ্ডি ছাড়িয়ে গেছে সিনেমার বক্স অফিস কালেকশন। গতকাল (১৪ আগস্ট) শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং দেব দুজনেই একটি ছবি শেয়ার করে জানিয়েছেন, প্রথম দিনেই ২ দশমিক ১০ কোটি রুপি আয় করেছে ‘ধূমকেতু’।

শুভশ্রী লিখেছেন, “বক্স অফিস শুধু কথা বলছে না, রীতিমতো গর্জন করছে। এই গর্জন উত্তরোত্তর বেড়েই চলেছে।” বোঝাই যাচ্ছে আগামী কয়েক দিনেই ছবিটি ১০০ কোটির গণ্ডি ছাড়িয়ে যাবে খুব অনায়াসে।

১৫, ১৬ এবং ১৭ আগস্ট টানা তিন দিনের ছুটি থাকায় ‘ধূমকেতু’র বক্স অফিস কালেকশন আরও কয়েকগুণ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এই লম্বা ছুটির কারণে দর্শকদের প্রেক্ষাগৃহে ভিড় আরও বাড়বে, যা সিনেমাটির সাফল্যে নতুন মাত্রা যোগ করবে।

দেব-শুভশ্রী ছাড়াও ‘ধূমকেতু’ ছবিতে অভিনয় করেছেন রুদ্রাণী ঘোষ, দুলাল রায়, অলকানন্দা রায়, পরমব্রত চট্টোপাধ্যায় ও চিরঞ্জিৎ চক্রবর্তী প্রমুখ।

আরো পড়ুন