Ridge Bangla

মিরপুরে গৃহবধূ হত্যার অভিযোগে পলাতক স্বামীসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

রাজধানীর শেওড়াপাড়ায় ফাহমিদা তাহসিন কেয়া (২৫) নামে চার সন্তানের জননীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় স্বামী সিফাত আলীসহ (৩০) নয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। নিহত কেয়ার মা নাজমা বেগম বাদী হয়ে শুক্রবার মিরপুর মডেল থানায় হত্যা মামলার এজাহার দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে নিহতের স্বামী সিফাত আলীকে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমান জানান, নিহত কেয়ার মা নাজমা বেগমের দায়ের করা এজাহারটি হত্যা মামলা হিসেবে রুজু হয়েছে। এই মামলায় সিফাত আলী ও তাদের গাড়িচালকসহ মোট নয়জনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

নিহতের পরিবার ও স্বজনদের অভিযোগের ভিত্তিতে জানা যায়, তাদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এর জেরে সিফাত আলী শ্বাসরোধে কেয়াকে হত্যা করেন। পরে কৌশলে ফোন করে স্বজনদের জানিয়ে পালিয়ে যান। নিহত কেয়ার চার সন্তান রয়েছে।

নিহত কেয়ার ফুফু সৈয়দা ফাতেমা জাহান কলি জানান, বুধবার গভীর রাতে (রাত ২টার দিকে) সিফাত তার শাশুড়ি নাজমা বেগমকে ফোন করে জানান— কেয়া অসুস্থ, বাসায় এসে দেখতে হবে। কী হয়েছে জানতে চাইলে একপর্যায়ে সিফাত স্বীকার করেন, “কেয়া আর বেঁচে নেই।”

খবর পেয়ে নাজমা বেগম স্বামীসহ দ্রুত ওই বাসায় পৌঁছান। সেখানে গিয়ে দেখেন, সিফাত কেয়াকে নিয়ে পান্থপথের বিআরবি হাসপাতালে যাচ্ছেন। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা কেয়াকে মৃত ঘোষণা করেন। এরপর সিফাত সেখান থেকে উধাও হয়ে যান।

পরে নাজমা বেগম ও তার স্বামী বাসায় ফিরে দেখেন, সিফাত বাসায় তালা ঝুলিয়ে পালিয়ে গেছেন।

আরো পড়ুন